Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৫ জানুয়ারি ২০২২ ই-পেপার

জোহরার পড়াশোনার দায়িত্ব নিলেন গম্ভীর

বিভিন্ন ইস্যু নিয়ে সব সময়ই সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা যায় গম্ভীরকে। এর পাশাপাশি নয়া দিল্লির পশ্চিম পটেল নগরেও তিনি গরীবদের নিয়মিত খাওয়ার ব

সংবাদ সংস্থা
০৫ সেপ্টেম্বর ২০১৭ ১৫:২১
গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

ছত্তীসগঢ়ের সুকমায় নিহত সিআরপিএফ জওয়ানদের মৃত্যুর পর তাঁদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিয়েছিল গৌতম গম্ভীর ফাউন্ডেশন। এ বার কাশ্মিরের অনন্তনাগে শহীদ হওয়া সহকারী সাব-ইন্সপেক্টর আবদুল রশিদের মেয়ের যাবতীয় শিক্ষার দায়িত্ব তুলে নিলেন স্বয়ং গৌতম গম্ভীর। মঙ্গলবার তিনি টুইট করে সে কথা জানান। তিনি লেখেন, ‘‘জোহরা, আমি তোমাকে ঘুমপাড়ানি গান গেয়ে ঘুম পাড়াতে পারব না। কিন্তু আমি তোমাকে তোমাক স্বপ্নকে জাগিয়ে রাখতে পারব। তোমার পড়াশোনাকে সারাজীবন সমর্থন করে।’’ জোহরার চোখের জল যাতে বৃথা না যায় সেটা দেখতে চান গম্ভীর। শহীদ আবদুল রশিদকেও শ্রদ্ধা জানিয়েছেন কেকেআর অধিনায়ক।

আরও পড়ুন

‘গ্লাভস হাতে বীরুর মতো এক সহজাত প্রতিভা মাহি’

Advertisement

এনবিএ-কেও টেক্কা দিচ্ছে আইপিএল

বিভিন্ন ইস্যু নিয়ে সব সময়ই সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা যায় গম্ভীরকে। এর পাশাপাশি নয়া দিল্লির পশ্চিম পটেল নগরেও তিনি গরীবদের নিয়মিত খাওয়ার ব্যবস্থা করেছেন। এরকম নানা কাজ করে থাকেন তিনি। গৌতম গম্ভীরের টুইট দেখে আপ্লুত বলিউড বাদশাহ শাহরুখ খানও। তিনি রি-টুইট করে লেখেন, ‘‘আমার ক্যাপ্টেন আমাকে জানাও আমি কী ভাবে তোমার এই কাজে সাহায্য করতে পারি।’’

গৌতম গম্ভীরের টুইট ' '


গৌতম গম্ভীরের টুইটTags:
Cricket Cricketer Goutam Gambhir Twitterগৌতম গম্ভীর

আরও পড়ুন

Advertisement