৩৩ বছরে পা দিলেন অজিঙ্ক রহাণে। ভারতের টেস্ট দলের সহ-অধিনায়কের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাল বিসিসিআই। আইসিসি ও দিল্লি ক্যাপিটালসের তরফ থেকেও শুভেচ্ছা বার্তা এসেছে।
বিসিসিআই লিখেছে, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা অজিঙ্ক রহাণে। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ১১৯ রানের ইনিংস দেখে নেওয়া যাক’।
আইসিসি-র তরফ থেকে লেখা হয়েছে, ‘শুভ জন্মদিন রহাণে। ১৮৩টি আন্তর্জাতিক ম্যাচে ৭৯২০ রান। ২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়া সফরে ২-১ ব্যবধানে ভারতকে জেতানো অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাই’।