Advertisement
E-Paper

রেকর্ডে কোহালিকে ফের ছাপিয়ে গেলেন আমলা

এর আগে ওয়ান ডেতে বিরাট কোহালির দ্রুততম ৭ হাজার রানের রেকর্ডও ভেঙেছেন তিনি। কোহালি এই রান করেছিলেন ১৬৯ ইনিংসে। সেখানে আমলা করেন ১৫০ ইনিংসে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৭ ১৮:৩৬
ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ছেন হাশিম আমলা। সঙ্গে কুইন্টন দে কোক। ছবি: এএফপি।

ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ছেন হাশিম আমলা। সঙ্গে কুইন্টন দে কোক। ছবি: এএফপি।

এমনটা প্রথম নয়। এর আগেও হয়েছে। বিরাট কোহালিকে ছাপিয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে নিজের ২৬তম সেঞ্চুরিটি তো করলেনই সঙ্গে ছাপিয়ে গেলেন বিরাট কোহালির দ্রুততম ২৬ সেঞ্চুরির রেকর্ডকে। বিরাট কোহালি ২৬টি সেঞ্চুরি করেছিলেন ১৬৬টি ইনিংসে। সেখানে হাশিম আমলা করলেন ১৫৪ ইনিংসে।

আরও পড়ুন

নতুন জেনারেল ম্যানেজারের খোঁজে বিসিসিআই

বাবার দিকে কেন জলের বোতল এগিয়ে দিল জিভা?

রবিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে ১০ উইকেটে জিতল দক্ষিণ আফ্রিকা। ৪৩ বল বাকি থাকতেই দুই ওপেনার দয় তুলে নেন। বাংলাদেশ নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ২৭৮ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কুইন্টন দে কুক ও হাশিম আমলার জোড়া সেঞ্চুরিতে জয়য়ের রান তুলে নেয় তারা। কোক ১৬৮ ও আমলা ১১০ রানে অপরাজিত থাকেন। আর এই সেঞ্চুরির সঙ্গেই বিরাট কোহালিকে আরও একবার ছাপিয়ে গেলেন আমলা।

এর আগে ওয়ান ডেতে বিরাট কোহালির দ্রুততম ৭ হাজার রানের রেকর্ডও ভেঙেছেন তিনি। কোহাল এই রান করেছিলেন ১৬৯ ইনিংসে। সেখানে আমলা করেন ১৫০ ইনিংসে। এ ছাড়াও আমলার দখলে রয়েছে ২, ৩, ৪, ৫ ও ৬ হাজার রানের দ্রুততম রেকর্ড। ৪০ ইনিংসে করেছিলেন ২০০০ রান, ৫৭ ইনিংসে করেছিলেন ৩০০০ রান, ৮১ ইনিংসে করেছিলেন ৪০০০ রান, ১০১ ইনিংসে করেছিলেন ৫০০০ রান ও ১২৩ ইনিংসে করেছিলেন ৬০০০ রান। কোহালির দখলে রয়েছে ৩০টি একদিনের সেঞ্চুরি।

Cricket Cricketer South Africa Hashim Amla Virat Kohli হাশিম আমলা বিরাট কোহালি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy