লালবাজারে গিয়ে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে আসার চব্বিশ ঘণ্টা পরেও সুর নরম করলেন না বিতর্কিত জাতীয় ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান।
বরং এ দিন বিকেলে তাঁর বাড়িতে সংবাদমাধ্যমকে ডেকে হাসিন জানিয়ে দিলেন, ‘‘আমি এখনও পিছু হটিনি। কারণ এই লড়াইটা করতে চাই। এতটা এগিয়ে পিছিয়ে আসার প্রশ্ন নেই।’’
বৃহস্পতিবার কিছু সর্বভারতীয় টিভি চ্যানেলে দেখানো হয়েছিল, শামির স্ত্রী নাকি ম্যাচ গড়াপেটার অভিযোগ এনেছেন। এ দিন বিকেলে তা নস্যাৎ করে শামির স্ত্রী বলেন, ‘‘আমি ক্রিকেটই বুঝি না। কাজেই ম্যাচ গড়াপেটার কিছুই আমার জানা নেই। এমন কোনও অভিযোগও করিনি।’’
তবে গত মাসে দক্ষিণ আফ্রিকা সফর শেষে দুবাই হয়ে কলকাতা ফেরার সময় লন্ডনবাসী জনৈক ‘মহম্মদ ভাই’ এবং করাচি নিবাসী জনৈক পাকিস্তানি নাগরিক আলিশবা-কে নিয়ে অভিযোগ বজায় রেখেছেন শামির স্ত্রী। এমনকী শামির মাধ্যমেই যে ‘মহম্মদ ভাই’-এর কোনও বিশেষ জিনিস দুবাইয়ে আলিশবা-র হাতে তুলে দেওয়া হয়েছিল, এ দিন সেই অভিযোগে অটল থাকেন হাসিন। যার সমর্থনে এ দিন তাঁর ও শামির মধ্যে হওয়া একটি রেকর্ড করা কথোপকথন শোনান শামির স্ত্রী। বলেন, ‘‘ও আমার মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু নিজে ফোনটা কার তা নিয়ে দু’রকম কথা বলছে। আলিশবা-কে চেনে কি না তা নিয়েও এক বার অস্বীকার করে পরে তা স্বীকার করছে। মাথাটা তা হলে কার বিগড়েছে?’’
শুক্রবার সকালে যাদবপুর থানায় গিয়েছিলেন শামির স্ত্রী। তাঁর বাড়ির সামনে বসেছে পুলিশি প্রহরা। অভিযোগের তদন্তভার নিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। গোয়েন্দা প্রধান প্রবীণ ত্রিপাঠী জানান, মহম্মদ শামি ছাড়াও তাঁর ভাই হাসিব আহমেদ, হাসিব-এর স্ত্রী শামা পারভিন, হাসিনের শাশুড়ি আঞ্জুমান আরা বেগম ও ননদ সাবিনা অঞ্জুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।