Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ঢাকায় প্রবল দুর্যোগ, ফাইনাল নিয়ে সংশয়

মীরপুরে অ্যান্টিক্লাইম্যাক্সের মতো খেলা শুরুর দু’ঘণ্টা আগে হঠাৎ বৃষ্টি শুরু হয়। আর আসে কালবৈশাখীর ঝড়। ঝড়ে মাঠের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। মীরপুর মাঠ অন্ধকারে দাঁড়িয়ে থাকে অন্তত মিনিট কুড়ি। এ মুহূর্তে আলো ফিরেছে। কিন্তু, বৃষ্টি চলেছে। প্লেয়াররা নেট করতে নেমেছিলেন কিন্তু ঘণ্টা দুই আগে বৃষ্টি শুরু হতে ড্রেসিং রুমে ফিরে যান।

গৌতম ভট্টাচার্য
ঢাকা শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ১৭:৪৪
Share: Save:

মীরপুরে অ্যান্টিক্লাইম্যাক্সের মতো খেলা শুরুর দু’ঘণ্টা আগে হঠাৎ বৃষ্টি শুরু হয়। আর আসে কালবৈশাখীর ঝড়। ঝড়ে মাঠের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। মীরপুর মাঠ অন্ধকারে দাঁড়িয়ে থাকে অন্তত মিনিট কুড়ি। এ মুহূর্তে আলো ফিরেছে। কিন্তু, বৃষ্টি চলেছে। প্লেয়াররা নেট করতে নেমেছিলেন কিন্তু ঘণ্টা দুই আগে বৃষ্টি শুরু হতে ড্রেসিং রুমে ফিরে যান।

বিদ্যুৎ সরবরাহের বিচ্ছিন্নের সময় ড্রেসিং রুমের লাইট চলে গিয়েছিল। এই দুর্যোগে খেলা যে সন্ধে সাড়ে ৭টায় শুরু করা যাবে না। তা বোঝাই যাচ্ছে। কিন্তু, শুরু হলে কত ওভারের হবে? আদৌ হবে তো! মীরপুর গ্যালারির প্রশ্ন।

কালকে প্রিভিউতে সন্দেহ প্রকাশ করেছিলাম, বাংলাদেশ ক্রিকেট উন্মত্ত হয়ে গেছে কিনা।

কিন্তু, আজকে দেখলাম তা হয়নি, তার পরের স্তরে পৌঁছে গেছে। রোববার ঢাকা শহরের ছায়াছবি দেখে মনে হচ্ছে এর নতুন নামকরণ করা উচিত ‘ক্রিকেটলোক’।

দুপুর থেকে রাস্তায় ছিল বেরিয়ে গেছে, রাস্তার চারধারে গান বাজছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের অংশুমান রায়ের সেই বিখ্যাত গান বার বার বাজছে এখানে। আর পাঁচ দিনের মতো সব জনপ্রিয় গান এফএমে বাজে। সেগুলো যেন আজ শ্রোতারা শুনতে রাজি হচ্ছেন না। কোনও একটা চ্যানেল বাজাচ্ছিল রূপঙ্করের গান— ‘এ তুমি কেমন তুমি’। বাজছিল আরও নানান বাংলা আধুনিক গান। শ্রোতাদের আজ এ সব শোনার মেজাজ নেই। যুদ্ধের মধ্যে কেউ মেলোডি শোনে!

আরও পড়ুন

২৫টা টিকিট চেয়ে মাশরাফি পেলেন মাত্র পাঁচটি!

শ্রোতারা পর পর অনুরোধ করেন, আজ শুধু ক্রিকেটের কথা, গান নয়। রেডিও জকি পর পর মেলগুলো পড়ছেন— আজ জিতে উঠে ইদের আনন্দই করব। কেউ বলছেন, টাইগাররা নামো, যেত, দেশকে গর্বিত করো। টিভিতে বার বার বলা হচ্ছে, আজ আমাদের জয় অসম্ভব নয়। টিভির খবরে শুধুই ক্রিকেট আর মীরপুর। গোটা রাজধানীতে দেশাত্ববোধের এমন হাওয়া বইছে যে, প্রেস বক্সেও কোনও কোনও সাংবাদিক বাংলাদেশের জার্সি পরে এসেছেন। ওমন সাজো সাজো রব, যেন মনে হচ্ছে, দেশ সত্যি স্বাধীনতার যুদ্ধে। আর আজকের ম্যাচটা জিতলেই তাতে সফল হওয়া যাবে। বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটাররা কিন্তু এতটা খুশি নন। তাঁদের মনে হয়, গোটা দেশ যে ভাবে মর্যাদার লড়াই লড়ছে হেরে গেলে এমন স্বপ্নভঙ্গ হবে যে, গোটা এশিয়া কাপেও টিমের এতো ভাল পারফরম্যান্স কেউ মনে রাখবে না।

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক কাজী আশরাফ হুসেনএ দিন আনন্দবাজারকে বলছিলেন যে, “কুড়ি ওভারের অনিশ্চিত ব্যাপার। একটা ম্যাচের জেতাহারাতে সমর্থকরা যেন প্রভাবিত না হন। তাঁরা যেন মনে রাখেন, টিমটা গোটা টুর্নামেন্টে ভাল খেলেছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Asia Cup final Mirpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE