Advertisement
০১ মে ২০২৪

১ মে পুণেতে আইপিএল-এর মহারাষ্ট্র ডার্বি

হাইকোর্টের নির্দেশে মহারাষ্ট্র থেকে সরে যাচ্ছে আইপিএল-এর ম্যাচ। অন্য রাজ্যে হবে খেলা। ৩০ এপ্রিলই শেষ দিন। যার পর আর মহারাষ্ট্রে কোথাও খেলা হবে না বলে জানিয়ে দিয়েছিল মুম্বিই হাইকোর্ট। কিন্তু ফ্যানদের কথা ও ফ্র্যাঞ্চাইজিদের কথা মাথায় রেখে ১ মে ম্যাচটি পুণেতে হওয়ার অনুমতি দিল আদালত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ১৬:৫৯
Share: Save:

হাইকোর্টের নির্দেশে মহারাষ্ট্র থেকে সরে যাচ্ছে আইপিএল-এর ম্যাচ। অন্য রাজ্যে হবে খেলা। ৩০ এপ্রিলই শেষ দিন। যার পর আর মহারাষ্ট্রে কোথাও খেলা হবে না বলে জানিয়ে দিয়েছিল মুম্বিই হাইকোর্ট। কিন্তু ফ্যানদের কথা ও ফ্র্যাঞ্চাইজিদের কথা মাথায় রেখে ১ মে ম্যাচটি পুণেতে হওয়ার অনুমতি দিল আদালত। সেদিন মহারাষ্ট্র ডার্বি। পুণের মাটিতে খেলার কথা পুণে সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সের। বিসিসিআই-এর পক্ষ থেকে আদালতের কাছে আর্জি জানানো হয়েছিল। জাস্টিস ভিএম কানাদে ও এমএস কার্ণিকের ডিভিশন বেঞ্চ বিসিসিআই-এর আবেদন বিচার করেই সিদ্ধান্ত নেয়।

৩০ এপ্রিলের পর আর মহারাষ্ট্রে কোনও আইপিএল-এর ম্যাচ হবে না। এই আদেশের পরেই বিসিসিআই একটি ম্যাচের জন্য আবেদন করে। রাজ্যের অতিরিক্ত জলের সমস্যাই বড় কারণ। বাকি ১৩টি ম্যাচই অন্য রাজ্যে চলে যাচ্ছে। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘২৯ এপ্রিল পুণেতে গুজরাতের বিরুদ্ধে খেলবে পুণে। ১ মে আবার মুম্বইয়ের সঙ্গে খেলা। একদিনের মধ্যে অন্য জায়গায় ম্যাচ করা সহজ নয়।’’ এই কারণেই একদিন কোর্ট মেনে নিয়েছে বিসিসিআই-এর আবেদন।

আরও খবর

রবিনের প্রশংসায় গম্ভীর, হতাশ মিলার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pune Mumbai ipl 2016 May
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE