Advertisement
E-Paper

মাঠ ঠিক না হলে বন্ধ বেটন

যদিও বিএইচএ-র একাধিক সদস্য অ্যাস্ট্রোটার্ফ ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে সোচ্চার। মঙ্গলবার বিকেলে অহীন্দ্র মঞ্চে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিএইচএ-র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৭ ০৪:০৪

সাই-এর অ্যাস্ট্রোটার্ফের অবস্থা ভাল নয়। যা সারানো বা পাল্টানো না হলে এ বারের বেটন কাপের অনুমতি দিতে পারছে না হকি ইন্ডিয়া।

চলতি বছরে ২০-২৭ ডিসেম্বর বেটন কাপ হওয়ার কথা। কিন্তু গত ৭ অগস্ট হকি ইন্ডিয়ার এগজিকিউটিভ ডিরেক্টর আর কে শ্রীবাস্তবের চিঠি (HI/238-A/2017) আসে বিএইচএ সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়ের হাতে। যে চিঠিতে অ্যাস্ট্রোটার্ফ মেরামত বা পাল্টাতে বলেছে হকি ইন্ডিয়া। স্বপনবাবু বলছেন, ‘‘রবিবার সাই-এর পূর্বাঞ্চলীয় শাখার অধিকর্তা মনপ্রীত সিংহ গোয়েন্ডি-র সঙ্গে দেখা করে সিদ্ধান্ত নেব। সমস্যা হবে না।’’

যদিও বিএইচএ-র একাধিক সদস্য অ্যাস্ট্রোটার্ফ ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে সোচ্চার। মঙ্গলবার বিকেলে অহীন্দ্র মঞ্চে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিএইচএ-র। যা বয়কট করছে ১৪টি ক্লাব। যার মধ্যে রয়েছে পঞ্চাব স্পোর্টস ক্লাব, রেঞ্জার্স ক্লাবও।

আরও পড়ুন: লাল-হলুদ ঝড়ে বেলাইন রেল

কেন এই বয়কট? পঞ্জাব এসসি কর্তা গুরদীপ সিংহ বলছেন, ‘‘অ্যাস্ট্রোটার্ফ নিয়ে সুরাহা নেই। গত পাঁচ বছর নির্বাচন হয় না। তার উপর বিএইচএ এখন বলছে, ক্লাবগুলোর বদলে জেলাগত ভাবে নির্বাচন করবে। হকি ক্লাবগুলোকে তুলে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে এই প্রতিবাদ।’’ বিএইচএ সভাপতি নুমি মেহতা বলছেন, ‘‘হকি ইন্ডিয়ার গঠনতন্ত্র মেনেই ক্লাবগুলোর বদলে জেলাভিত্তিক নির্বাচন চাইছি। ক্লাবগুলির ভোটাধিকার থাকলে ভালই লাগত।’’ বঙ্গ হকির বিরোধী গোষ্ঠীর কর্তা বাসুদেব ভট্টাচার্য বলছেন, ‘‘তা হলে এ বছরও বিএইচএ-র গঠনতন্ত্র রক্ষণের জন্য ক্লাবগুলিকে অনুদান দিতে হল কেন? সভাপতি ঠিক বলছেন না। গত বছর অগস্টে উনি বলেছিলেন অক্টোবরের মধ্যে নির্বাচন করবেন। এখন অন্য কথা বলছেন।’’

Beighton Cup Hockey India Hockey Field AstroTurf হকি ইন্ডিয়া বেটন কাপ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy