সাই-এর অ্যাস্ট্রোটার্ফের অবস্থা ভাল নয়। যা সারানো বা পাল্টানো না হলে এ বারের বেটন কাপের অনুমতি দিতে পারছে না হকি ইন্ডিয়া।
চলতি বছরে ২০-২৭ ডিসেম্বর বেটন কাপ হওয়ার কথা। কিন্তু গত ৭ অগস্ট হকি ইন্ডিয়ার এগজিকিউটিভ ডিরেক্টর আর কে শ্রীবাস্তবের চিঠি (HI/238-A/2017) আসে বিএইচএ সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়ের হাতে। যে চিঠিতে অ্যাস্ট্রোটার্ফ মেরামত বা পাল্টাতে বলেছে হকি ইন্ডিয়া। স্বপনবাবু বলছেন, ‘‘রবিবার সাই-এর পূর্বাঞ্চলীয় শাখার অধিকর্তা মনপ্রীত সিংহ গোয়েন্ডি-র সঙ্গে দেখা করে সিদ্ধান্ত নেব। সমস্যা হবে না।’’
যদিও বিএইচএ-র একাধিক সদস্য অ্যাস্ট্রোটার্ফ ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে সোচ্চার। মঙ্গলবার বিকেলে অহীন্দ্র মঞ্চে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিএইচএ-র। যা বয়কট করছে ১৪টি ক্লাব। যার মধ্যে রয়েছে পঞ্চাব স্পোর্টস ক্লাব, রেঞ্জার্স ক্লাবও।