দাদা স্কোর কত হল? বাকি আর কত রান? আইপিএলের মরসুমে এ ধরনের শব্দবন্ধ রাস্তাঘাট, ট্রেনে-বাসে প্রায়ই শোনা যায়। কাজের মধ্যে থাকলেও আইপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্টের টানটান উত্তেজনা থেকে নিজেকে সরিয়ে রাখা সত্যিই বেশ কঠিন কাজ। তাই রাস্তাঘাটে আইপিএল-পাগলদের জন্য এক অভিনব উদ্যোগ নিল হায়দরাবাদের একটি ক্যাব।
সম্প্রতি একজন রেডিট ইউজার পোস্ট করেছেন, হায়দরাবাদের রাস্তায় একটি ক্যাবের ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে গাড়ির উপর ডিসপ্লে বোর্ড। সেই বোর্ডে দেখা যাচ্ছে, আইপিএলের খেলার লাইভ স্কোর। ওই রেডিট ইউজার জানিয়েছেন, প্রতি বলে আপডেট হচ্ছে ওই গাড়ির মাথায় থাকা স্কোরবোর্ড।
চলন্ত ক্যাবে এই স্কোর কার্ড দেখে উচ্ছ্বসিত হয়েছেন নেটিজেনরা। তাঁরা ক্যাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভূয়সী প্রশংসা করেছেন। স্কোরকার্ড সম্বলিত এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল।
আরও পড়ুন: নাইটদের এক ক্রিকেটারের স্ত্রী ইনি, সোশ্যাল মিডিয়া বলছে সবচেয়ে হট