Advertisement
০২ মে ২০২৪
Mahendra Singh Dhoni

পরের ধোনি তৈরি করে দিয়ে যাচ্ছেন আগের ধোনি নিজেই

তরুণ ক্রিকেটারদের উদ্বুব্ধ করার ব্যাপারে জুড়ি নেই মহেন্দ্র সিংহ ধোনির।

সুমিতের (বাঁ দিকে) সঙ্গে ধোনি।

সুমিতের (বাঁ দিকে) সঙ্গে ধোনি। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০২১ ০৯:৩৯
Share: Save:

তরুণ ক্রিকেটারদের উদ্বুব্ধ করার ব্যাপারে জুড়ি নেই মহেন্দ্র সিংহ ধোনির। জাতীয় দলই হোক বা রাজ্য দল, কোনও তরুণ ক্রিকেটার তাঁর কাছে সাহায্য চাইতে এলে ধোনি কখনও ফেরাননি। যেমন ঝাড়খন্ডের উইকেটরক্ষক সুমিত কুমার। ধোনির বিভিন্ন পরামর্শ পাল্টে দিয়েছে তাঁর ক্রিকেটজীবন। কী সেই পরামর্শ? এক সাক্ষাৎকারে তা খোলসা করেছেন সুমিত।

ধোনিকে দেখেই ক্রিকেট খেলা শুরু করেছিলেন সুমিত। রোজ ৭-৮ কিমি হেঁটে অনুশীলনে আসতেন। ২০১৪-১৫ মরসুম থেকে ঝাড়খন্ডের মূল দলে রয়েছেন। যখনই ধোনির দেখা পান, হাতে থাকা নোটবই থেকে তাঁকে একের পর এক প্রশ্ন করতে শুরু করেন।

সুমিত বলেছেন, “গত বছর রঞ্জি ট্রফির একটা ম্যাচের আগে অনুশীলনে এসেছিল মাহি ভাইয়া। আমি ওকে মনোযোগ রাখার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। যখনই ব্যাট করতে যেতাম, তখনই ভাল খেলার একটা চাপ মাথায় থাকত। ধোনি সব শুনে আমায় বলল, গান গাইতে গাইতে বলের দিকে লক্ষ্য রাখতে। বিশ্বাস করুন, সেই ফরমুলা খেটে গিয়েছিল। আমাকে বলেছে, যখনই কোনও বোলার বল করবে তাকে ভাল করে বিশ্লেষণ করতে, যাতে ডেলিভারি করার আগেই কী ধরনের বল করতে চাইছে তা বোঝা যায়।”

এরকমই আরও বিভিন্ন সমস্যা নিয়ে ধোনির কাছে গিয়েছেন সুমিত। কখনওই ধোনি তাঁকে ফেরাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE