চোকার্স তকমা এ বারও ঘুচল না দক্ষিণ আফ্রিকার। ভারতের কাছে হেরে ছিটকে যেতে হল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। আর এই হারের পিছনে সব থেকে বড় ভূমিকা নিল জোড়া রান আউট। সেই রান আউটের পিছনে অবদান রাখলেন ফাফ দু প্লেসি। ম্যাচ শেষে মেনেও নিলেন সে কথা। ম্যাচ হেরে ক্ষমাও চেয়ে নেন দু প্লেসি। মেনে নেন ডি ভিলিয়ার্সকে রানের জন্য ডাকাটা তাঁর ঠিক হয়নি।
আরও খবর: বিরাটের ভোকাল টনিকে বদলে গেল ভারত
তাঁর ভুলে প্রথম ফিরলেন এবি ডি ভিলিয়ার্স। বল করছিলেন রবীন্দ্র জাডেজা। জাডেজার বল ব্যাট চালিয়ে পয়েন্টে পাঠিয়েই উল্টোদিকে দাঁড়িয়ে থাকা ডি ভিলিয়ার্সকে এক রানের জন্য ডেকেছিলেন। ততক্ষণে বল জমা পড়েছে হার্দিক পাণ্ড্যর কাছে। সঙ্গে সঙ্গেই সেই বল ফেরৎ পাঠান ধোনিকে। স্ট্যাম্প ওড়াতে একটুও সময় নেননি ধোনি। ডি ভিলিয়ার্স চেষ্টা করেছিলেন পৌঁছতে কিন্তু পারেননি। ঠিক পাঁচ বল পরের ঘটনা। আরও একটি রান আউটের পিছনে ভূমিকা রেখে গেলেন সেই দু প্লেসিই। বলেন, ‘‘এবি-র রান আউটের পুরো দায় আমার। ওটা আমার ভুল ছিল। ও একজন বড় প্লেয়ার। ও ভাল ফর্মে ছিল। আর ওটা খেলার গুরুত্বপূর্ণ সময় ছিল। আমার তরফে বড় ভুল ছিল।’’ সাংবাদিক সম্মেলনে এই কথা স্বীকার করে নেন তিনি। যদিও ডি ভিলিয়ার্স দু প্লেসির এই কথার উত্তরে বলেন, ‘‘আমি শুধু এক রান নিতে চেয়েছিলাম। কিন্তু যেটা কাজে লাগেনি। আমি রানের খোঁজে ছিলাম না এমন কী ব্যাট করতেও চাইনি। শুধু উল্টোদিক খেলে ডাক এসেছিল আমি উত্তর দিয়েছিলাম। আর ভেবেছিলাম হয়ে যাবে।’’