প্রায় ১৬ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও, ২০১৮ সালের নিদাহাস ট্রফির ফাইনালে দীনেশ কার্তিক নায়ক হন।
প্রায় অসম্ভব পরিস্থিতি থেকে ভারতকে চ্যাম্পিয়ন করেন তিনি। সেই প্রসঙ্গে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক বলছেন, “নিজেকে প্রমাণ করার জন্য আমি ওই রকম একটা মুহূর্তের অপেক্ষায় ছিলাম বহু দিন।”
ফাইনালে এক সময়ে ভারতের রান ছিল ১৮ ওভারে পাঁচ উইকেটে ১৩৩। সাত নম্বরে তাঁকে ব্যাট করতে পাঠান ক্যাপ্টেন রোহিত শর্মা। পরিস্থিতির বিচার করে সে দিনের ফাইনালে কার্তিকের ব্যাটিং পজিশন বদলে দিয়েছিলেন রোহিত।