Advertisement
E-Paper

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশা আইসিসির

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২০ ০৪:২০

গোটা বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের জেরে টালমাটাল দুনিয়া। যে অতিমারির জেরে বন্ধ রাখা হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। যার মধ্যে রয়েছে একাধিক আন্তর্জাতিক ক্রিকেট সফরও। কিন্তু এরই মধ্যে মঙ্গলবার অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, নির্ধারিত সূচি মেনেই অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত করার দিকে এগোচ্ছে তারা। একই কথা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামকসংস্থা আইসিসিও।

এ দিন ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এগজিকিউটভ কেভিন রবার্টস বোর্ডের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেন, ‘‘আশা রাখি, আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে সব খেলা ফের শুরু হবে। আমরা কেউই এই ধরনের পরিস্থিতি কী ভাবে সামলাতে হবে, সে ব্যাপারে বিশেষজ্ঞ নই। আশা করা যায়, আসন্ন অক্টোবর-নভেম্বরে যখন পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে, তখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’’

একই সুর মিলেছে আইসিসি-র প্রকাশিত বিবৃতিতেও। সেখানে জানানো হয়েছে, ‘‘বিশ্ব জুড়ে মারণ করোনাভাইরাসের সংক্রমণের পরিপ্রেক্ষিতে আয়োজকেরা সাম্প্রতিক পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে। এ প্রক্রিয়া জারি থাকবে। পুরুষদের এই টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার সাতটি শহরে চলবে ১৮অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। আশা করা হচ্ছে, নির্ধারিত সূচি মেনেই এই প্রতিযোগিতা আয়োজন করা যাবে।’’ ক্রিকেট অস্ট্রেলিয়ার আশা, ১৫ নভেম্বর মেলবোর্নে ফাইনালের দিন স্টেডিয়াম দর্শকে ভরে যাবে। রবার্টসের মন্তব্য, ‘‘আশা করছি, ১৫ নভেম্বর এমসিজিতে ফাইনালের দিন স্টেডিয়াম ভরে যাবে দর্শকে।’’

ICC Men's T20 World Cup ICC Cricket Coronavirus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy