বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধ শুরু আজ। প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। আর এই ম্যাচেই দক্ষিণ আফ্রিকার ওপেনার হাসিম আমলা ভেঙে দিতে পারেন বিরাট কোহালির রেকর্ড।
একদিনের ক্রিকেটে দ্রুততম ৮০০০ রানের রেকর্ড রয়েছে বিরাট কোহালির। আমলা মাত্র ৯০ রান পিছিয়ে রয়েছেন কোহালির থেকে। বিশ্বকাপে আয়োজক দেশ ইংল্যান্ডের বিরুদ্ধে আজই কি আমলা এই রেকর্ড ভাঙতে পারবেন? এই প্রশ্নেই সরগরম ইংল্যান্ড। যদি তা সম্ভব হয়, তা হলে কোহালির চেয়ে ৪টি ইনিংস আগেই মাইলস্টোন পেরোবেন দক্ষিণ আফ্রিকান ডানহাতি।
১৭৫টি ইনিংসে কোহালির এই রেকর্ড রয়েছে। অন্য দিকে ১৭১টি ইনিংস খেলা আমলা এই মুহূর্তে বিরাটের থেকে ৯০ রান পিছিয়ে রয়েছেন।