Advertisement
০২ মে ২০২৪

ওয়ার্নারকে নিয়ে চিন্তা বোল্টদের

শুক্রবার সাংবাদিক বৈঠকে উইলিয়ামসন বলেন, ‘‘ওয়ার্নার বিশ্বমানের ক্রিকেটার। অবশ্যই ওকে বেশ কয়েক বছর ধরে কাছ থেকে দেখার অভিজ্ঞতা রয়েছে আমার। পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিয়ে খেলার ক্ষমতা রয়েছে ওর।’’

বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন ডেভিড ওয়ার্নার।—ছবি রয়টার্স।

বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন ডেভিড ওয়ার্নার।—ছবি রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জুন ২০১৯ ০৩:৪২
Share: Save:

একটা দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছে— অস্ট্রেলিয়া। আর একটা দল একটা ম্যাচে জিতলেই শেষ চারে ওঠা নিশ্চিত করে ফেলবে— নিউজ়িল্যান্ড। শনিবার লর্ডসে দুই দলের দ্বৈরথের আগে নিউজ়িল্যান্ড শিবিরকে ভাবাচ্ছে দুরন্ত ফর্মে থাকা ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলীয় ওপেনার ৫০০ রান করে বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রহকারীদের তালিকায় শীর্ষে। তাই তাঁকে থামাতে মরিয়া কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্টরা। নিউজ়িল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন আবার ওয়ার্নারের আইপিএল দলের সতীর্থও। তাঁকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা রয়েছে। তাই জানেন শেষ চারের রাস্তা পাকা করতে হলে ওয়ার্নারকে থামানো কতটা জরুরি।

শুক্রবার সাংবাদিক বৈঠকে উইলিয়ামসন বলেন, ‘‘ওয়ার্নার বিশ্বমানের ক্রিকেটার। অবশ্যই ওকে বেশ কয়েক বছর ধরে কাছ থেকে দেখার অভিজ্ঞতা রয়েছে আমার। পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিয়ে খেলার ক্ষমতা রয়েছে ওর।’’ নিউজ়িল্যান্ড দুরন্ত ভাবে বিশ্বকাপ শুরু করলেও শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে ধাক্কা খেয়েছে তাঁদের অভিযান। তবে উইলিয়ামসন বলছেন, ‘‘অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড বিশ্বকাপে ফেভারিট হিসেবে নেমেছে। ওদের বিশ্বকাপ জেতার ক্ষমতাও রয়েছে। তবে নিজেদের দিনে যে কোনও দল যে কোনও বিপক্ষকে হারাতে পারে। সেটা আমরা বিশ্বকাপেও কিন্তু দেখেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE