Advertisement
১৭ এপ্রিল ২০২৪

উচ্ছ্বসিত আক্রম: জন্মদিনের এটাই সেরা উপহার

ওয়াসিম আক্রমের জন্মদিন ছিল সোমবার। দলের জয় দেখে উৎফুল্ল আক্রম ম্যাচের পরে টুইট করেন, ‘‘জন্মদিনে এর চেয়ে ভাল উপহার আর কী হতে পারে। অসাধারণ ঘুরে দাঁড়াল পাকিস্তান।’’

পাশাপাশি: বার্থডে বয় ওয়াসিম আক্রমের সঙ্গে সোমবার এই ছবি পোস্ট করলেন হরভজন। টুইটার

পাশাপাশি: বার্থডে বয় ওয়াসিম আক্রমের সঙ্গে সোমবার এই ছবি পোস্ট করলেন হরভজন। টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ জুন ২০১৯ ০৬:০৪
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাত উইকেটে হারের পরে ঘুরে দাঁড়াল পাকিস্তান। বিশ্বকাপের অন্যতম ফেভারিট দেশ ইংল্যান্ডকে হারাল ১৪ রানে। যা দেখে উচ্ছ্বসিত ক্রিকেটবিশ্ব। পাক প্রধানমন্ত্রী ইমরান খান, ওয়াসিম আক্রম, ভিভ রিচার্ডস, শোয়েব আখতাররা প্রশংসায় ভরিয়ে দিলেন সরফরাজ়দের।

ওয়াসিম আক্রমের জন্মদিন ছিল সোমবার। দলের জয় দেখে উৎফুল্ল আক্রম ম্যাচের পরে টুইট করেন, ‘‘জন্মদিনে এর চেয়ে ভাল উপহার আর কী হতে পারে। অসাধারণ ঘুরে দাঁড়াল পাকিস্তান।’’ বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান পাক প্রধানমন্ত্রী ইমরানও টুইট করেন। ‘‘প্রথম ম্যাচে বিশ্রী হারের পরে এ ভাবে ঘুরে দাঁড়ানোর জন্য ক্রিকেটারদের অভিনন্দন। তোমাদের প্রতিভার কোনও অভাব নেই। কিন্তু তার একশো শতাংশই মাঠে প্রয়োগ করতে হবে।’’

প্রাক্তন পেসার শোয়েব আখতার টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন। তিনি বলেন, ‘‘যখনই চাপে পড়ে, তখনই এ ভাবে পাকিস্তান ঘুরে দাঁড়ায়। প্রথম ম্যাচে লড়াইয়ে ঘাটতি ছিল। আমার বিশ্বাস, আগামী ম্যাচগুলোতে অন্য মেজাজে দেখা যাবে পাকিস্তানকে।’’

সরফরাজ় আহমেদদের জয়ে উচ্ছ্বসিত ভিভ রিচার্ডসও। পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের অধিনায়ক সরফরাজ়। যে দলের মেন্টর রিচার্ডস। তিনি বলেছেন, ‘‘দারুণ খেলেছে আমার অধিনায়ক। আশা করি, এ রকম ছন্দেই পাকিস্তানকে দেখতে পাওয়া যাবে।’’ গত ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছিলেন গেল। তিনিও প্রশংসা করতে ভোলেননি। লিখেছেন, ‘‘দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়াল‌ পাকিস্তান।’’

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা মহম্মদ হাফিজ়। ৬২ বলে ৮৪ রান করার পাশাপাশি বেন স্টোকসের উইকেট নেন তিনি। হাফিজ বলেছেন, ‘‘সবাই বিশ্বাস করেছে, আমরা জিততে পারি। ম্যাচের আগে একটি বৈঠকেই তেতে গিয়েছিল সবাই। তখনই সবার মধ্যে জেতার তাগিদ দেখছিলাম। এই জয় আগামী ম্যাচগুলোয় বড় প্রভাব ফেলবে।’’

দল জিতলেও ফিল্ডিং নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না পাকিস্তান অধিনায়ক সরফরাজ়। তাঁর কথায়, ‘‘প্রত্যেকে দারুণ খেলেছে। কিন্তু ফিল্ডিংয়ে অনেক উন্নতি প্রয়োজন।’’

এ দিন ম্যাচের পরে পাক সমর্থকদের উৎসবে নটিংহ্যামের রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ICC World Cup 2019 Pakistan Wasim Akram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE