Advertisement
১৮ মে ২০২৪
Australia

যেন বাজপাখির ছোঁ! শেলডনের ক্যাচ নিয়ে উচ্ছ্বসিত ক্রিকেট মহল

ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ক্যারিবিয়ান ক্রিকেটার শেলডন কটরেলের নেওয়া বাউন্ডারি লাইনের একটি ক্যাচ। যে অসাধারণ ক্যাচের সুবাদে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে স্টিভ স্মিথকে।

এই ক্যাচ নিয়েই উচ্ছ্বসিত ক্রিকেট মহল। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

এই ক্যাচ নিয়েই উচ্ছ্বসিত ক্রিকেট মহল। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ০৭ জুন ২০১৯ ১০:৪৯
Share: Save:

শুরু হয়ে গিয়েছে ২২ গজের বিশ্বযুদ্ধ। সেরার সেরা হওয়ার সেই লড়াইয়ে নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে সব দল। সেই লড়াইয়ে বৃহস্পতিবার টেন্টিব্রিজে ক্যারিবিয়ানদের মুখে পড়েছিলেন গতবারের বিশ্বজয়ীরা। টানটান লড়াইয়ের সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানে হারিয়েছে পাঁচ বারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ক্যারিবিয়ান ক্রিকেটার শেলডন কটরেলের নেওয়া বাউন্ডারি লাইনের একটি ক্যাচ। যে অসাধারণ ক্যাচের সুবাদে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে স্টিভ স্মিথকে।

তখন ব্যাট করছিল অস্ট্রেলিয়া। ক্রিজে তখন স্টিভ স্মিথ। বল করছেন ওশেন থমাস। সেই ওভারের দ্বিতীয় বলে লেগ সাইডে তুলে মারলেন স্মিথ। স্মিথের সেই ফ্লিক শট যখন বাউন্ডারি পেরোবে, ঠিক সেই সময় ছুটে এলেন শেলডন। বা বলা ভাল উড়ে এলেন তিনি। বাজপাখির মতো ছোঁ মেরে বলকে আটকালেন বাউন্ডারির বাইরে যাওয়া থেকে। তারপর দৌঁড়ে গিয়ে হাওয়ায় ভেসে থাকা সেই বল লুফে নিলেন।

শেলডনের এই ফিল্ডিংয়ে চমকে গেলেন স্মিথকে। আর ক্যারিবিয়ান শিবিরে তখন আনন্দের উল্লাস। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে অস্ট্রেলিয়া ২৮৮ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ২৭৩ রানে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৫ রানে ম্যাচ হারলেও উড়ন্ত ভঙ্গিতে স্মিথের ওই ক্যাচ নিয়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে কিন্তু শেলডনই।

দেখুন সেই ক্যাচের ভিডিয়ো-

আরও পড়ুন: স্ট্রেট গেমে হেরে অস্ট্রেলীয় ওপেন থেকে বিদায় সিন্ধুর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE