বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার হতাশায় অম্বতি রায়ুডু টুইট করেছিলেন, ‘‘থ্রি ডি চশমার অর্ডার দিয়েছি। বিশ্বকাপ দেখব থ্রি ডি চশমা পরে।’’ এত দিন পরে রায়ুডুর টুইটের জবাব দিলেন ভারতের তারকা অলরাউন্ডার বিজয় শঙ্কর।
বিশ্বকাপ দলে বিজয় ডাক পাওয়ায় অনেকেই দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ভারতের নির্বাচকমণ্ডলীর প্রধান এমএসকে প্রসাদ জানিয়েছিলেন, ক্রিকেটের তিনটি বিভাগেই দক্ষতা রয়েছে বিজয় শঙ্করের। সাংবাদিক বৈঠকে প্রসাদ বলেছিলেন, বিজয় শঙ্করের ‘থ্রি ডাইমেনশনাল কোয়ালিটি’ রয়েছে। সেই কারণেই তাঁকে ইংল্যান্ডের বিমানের টিকিট দেওয়া হয়েছে। বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার হতাশায় রায়ুডু নির্বাচকদের কটাক্ষ করে টুইট করেছিলেন। সম্প্রতি একটি টেলিভিশন শোয়ে রায়ুডুর মন্তব্যের জবাব দিয়েছেন শঙ্কর।
গৌরব কপূরের সেই শোয়ে উপস্থিত থেকে বিজয় শঙ্কর বলেন, ‘‘আমি জানি গোটা ঘটনাটা। দল থেকে বাদ পড়লে একজন ক্রিকেটারের মানসিক অবস্থা কেমন হয়, তা বুঝতে পারি। আমি বুঝতে পেরেছি রায়ুডু আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেনি। ওর মানসিক অবস্থাটা আমি সহজেই বুঝতে পারছি। টুইট করার জন্যই ও টুইট করেছিল। কাউকে আঘাত করতে চায়নি।’’
আরও খবর: বিশ্বকাপ দেখবেন ‘থ্রিডি’ চশমা পরে, রায়ডুর মন্তব্যে আলোড়ন
আরও খবর: বিশ্বকাপের দলে নেই রায়ুডু, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন আইসিসি-র
Just Ordered a new set of 3d glasses to watch the world cup 😉😋..
— Ambati Rayudu (@RayuduAmbati) April 16, 2019
একজন ক্রিকেটারের মানসিক যন্ত্রণা বুঝতে পারেন একজন ক্রিকেটারই। রায়ুডুর টুইটের অর্থ বুঝতে পেরেছেন বিজয় শঙ্কর।