ভারতের স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলে দিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াকার ইউনিস। ইংল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শেষের দিকে মন্থর ব্যাটিং করেন মহেন্দ্র সিংহ ধোনি ও কেদার যাদব। এই মন্থর ব্যাটিংয়ের উত্তর খুঁজে পাচ্ছে না ক্রিকেটবিশ্ব। উত্তর খুঁজছেন ক্রিকেটজীবনে বহু স্মরণীয় ভারত-পাকিস্তান ম্যাচ খেলা ওয়াকার ইউনিসও। পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা পেসার ভারতীয়দের মন্থর ব্যাটিং মেনে নিতে পারছেন না একেবারেই। টুইট করে ওয়াকার বলেন, ‘‘তুমি কে সেটা বড় ব্যাপার নয়। তোমার কাজই তোমার পরিচয়। পাকিস্তান সেমিফাইনালে গেল কিনা তা নিয়ে আমি চিন্তিত নই। কিন্তু, একটা ব্যাপার পরিষ্কার, অনেক চ্যাম্পিয়নই স্পোর্টসম্যানশিপের পরীক্ষায় ডাহা ফেল।’’
কারও নাম না করলেও ওয়াকারের নিশানায় যে বিরাট কোহালির ভারত, তা বোঝাই যাচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে যে ভাবে রান তাড়া করেছে ভারত, তাতে বিস্মিত ক্রিকেটবিশ্ব। ভারতের রান তাড়া করার ধরন দেখে সৌরভ গঙ্গোপাধ্যায় অবাক। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নাসের হুসেনও বিস্মিত। তাঁরা অবশ্য ওয়াকারের মতো ভারতের স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন তোলেননি।
এজবাস্টনের ভারত-ইংল্যান্ড ম্যাচের দিকে তাকিয়েছিল উপমহাদেশের তিনটি দেশ। ভারত হেরে যাওয়ায় সমস্যায় পড়ে গেল পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ভারত হারাবে ইংল্যান্ডকে, এই আশা নিয়ে গ্যালারি ভরিয়েছিলেন পাক-সমর্থকরাও। রবিবার খেলা চলাকালীন রামিজ রাজা চলে যান পাক-সমর্থকদের কাছে। তাঁদের প্রতিক্রিয়া জানতে চান। পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার ভারত-ইংল্যান্ড ম্যাচের আগে বলেছিলেন, “এ বার ভারতের সাহায্য খুব দরকার পাকিস্তানের। কী ভাবে? ভারত যদি ইংল্যান্ডকে হারায়, তা হলে ইংল্যান্ড ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। পাকিস্তান তা হলে বাকি দুই ম্যাচ জিতে ১১ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছবে।’’