প্রত্যাশা মতোই উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন ইগা শিয়নটেক। বৃহস্পতিবার সেমিফাইনালে অষ্টম বাছাই শিয়নটেক সরাসরি সেটে হারালেন সুইৎজারল্যান্ডের অবাছাই খেলোয়াড় বেলিন্ডা বেনসিসকে। ম্যাচের ফল শিয়নটেকের পক্ষে ৬-২, ৬-০। শনিবার ফাইনালে শিয়নটেকের প্রতিপক্ষ অ্যামান্ডা আনিসিমোভা। যিনি প্রথম সেমিফাইনালে হারিয়েছেন শীর্ষ বাছাই এরিনা সাবালেঙ্কাকে।
মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় সেমিফাইনালে সহজ জয় পেলেন শিয়নটেক। বেনসিসকে সরাসরি সেটে হারালেন বিশ্বের প্রাক্তন এক নম্বর। ১ ঘণ্টা ১১ মিনিটের লড়াইয়ে শিয়নটেককে এক বারও সমস্যায় ফেলতে পারেননি রজার ফেডেরারের দেশের তরুণী। প্রথম সেটে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় সেট একপেশে ভাবে জিতে নিয়েছেন পোলিশ তারকা। টেনিসের সব বিভাগেই বেনসিসের থেকে এগিয়ে ছিলেন শিয়নটেক। ম্যাচের স্কোর লাইন থেকেই পরিষ্কার সেমিফাইনালের মতো ম্যাচে কতটা সহজ জয় ছিনিয়ে নিয়েছেন শিয়নটেক।
আরও পড়ুন:
কোয়ার্টার ফাইনালে অঘটন ঘটান বেনসিস। সপ্তম বাছাই মিরা আন্দ্রিভাকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সরাসরি সেটে হারিয়ে দিয়েছিলেন বিশ্ব ক্রমতালিকায় ৩৫ নম্বরে থাকা ২৮ বছরের সুইস খেলোয়াড়। আশা করা হয়েছিল, শিয়নটেককেও কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলবেন। কিন্তু সেমিফাইনালে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারলেন না তিনি। ২০১৯ সালে ইউএস ওপেনের সেমিফাইনালে উঠে চমক দেখিয়েছিলেন। তার পর আর উল্লেখযোগ্য কিছু করতে পারেননি গ্র্যান্ড স্ল্যামে। এ বার আবার বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁর দৌড় থেমে গেল সেমিফাইনালেই।