বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় ওঠার পরে সেরিনা উইলায়মস কে নিয়ে ও ফেড কাপ ম্যাচে ব্রিটিশ দলের সদস্যদের যা মন্তব্য করেছিলেন সে জন্য ক্ষমা চাইলেন রোমানিয়ার প্রাক্তন বিশ্বসেরা ইলি নাস্তাসে।
সন্তানসম্ভবা সেরিনা উইলিয়ামসের সন্তানের গায়ের রং কী হতে পারে তা নিয়ে মন্তব্যের এক সপ্তাহ পরে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চান নাস্তাসে। ‘সাংবাদিক বৈঠকে আমায় প্রশ্ন করা হয় সেরিনা সন্তানসম্ভবা। আমি কী ভাবে ব্যাপারটা দেখছি। তার পর আমি জানতে পারি যে সেরিনা প্রথম বার মা হতে চলেছে। তখন যে প্রতিক্রিয়াটা দিয়েছিলাম সেটা স্বতঃস্ফূর্ত ভাবেই এসেছিল,’ বলেন তিনি।
মার্কিন টেনিস তারকাকে নিয়ে তিনি আরও বলেন, ‘সেরিনা যে কত বড় খেলোয়াড় আমি তা জানি। সর্বকালের সেরাদের মধ্যে সেরিনা এক জন। এই জায়গায় পৌঁছতে হলে কী রকম পরিশ্রম করতে হয় সেটা আমার অজানা নয়।’