ভারতীয় ক্রিকেট দলের সমস্ত সদস্য এবং সাপোর্ট স্টাফের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে বোর্ড।
সিডনিতে আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা তৃতীয় টেস্ট। সোমবারই সিডনি উড়ে গিয়েছে গোটা দল। তার আগে মেলবোর্নে গোটা দলের আরটি-পিসিআর পরীক্ষা করা হয়। সেখানে কোনও অপ্রীতিকর ফলাফল পাওয়া যায়নি।
এই ফল ভারতের কাছে কিছুটা হলেও স্বস্তিদায়ক। কারণ, দিন দুয়েক আগেই রেস্তোরাঁতে খেতে গিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন রোহিত শর্মা, ঋষভ পন্থ, নবদীপ সাইনিরা। পরে তাঁদের আইসোলেশনেও রাখা হয়। যদিও সিডনিতে গোটা দল একইসঙ্গে গিয়েছে। ওই ঘটনা নিয়ে তদন্তও শুরু করেছে দু’দেশের বোর্ড। কিন্তু সেই তদন্তের ফল এখনও প্রকাশ করা হয়নি।