দর্শকদের খেলা দেখতে আসতে অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু ক্রিকেটারদের থাকতে হচ্ছে নিভৃতবাসে। অস্ট্রেলিয়া বোর্ডের এই দ্বিচারিতা মেনে নিতে পারছে না ভারতীয় শিবির। সাফ কথা, চিড়িয়াখানার জন্তুর মতো থাকতে কোনও ভাবেই রাজি নয় তাঁরা।
ভারতের প্রত্যেক সদস্যের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তাই বাকি সফরে দল নিভৃতবাসে থাকতে রাজি নয়। বরং তারা চায়, সরকারি সমস্ত প্রোটোকল মেনে ‘সাধারণ অস্ট্রেলীয়’দের মতোই ঘোরাফেরা করতে। কিন্তু অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড এখন তাতে পুরোপুরি অনুমতি দেয়নি।
ভারতীয় দলের এক সূত্র এক ওয়েবসাইটে বলেছেন, “মাঠে দর্শক আসার অনুমতি দিয়ে ওদের স্বাধীনতা দেওয়া হচ্ছে। এ দিকে যারা মাঠে খেলছে, তাদের পরে হোটেলে গিয়ে নিভৃতবাসে থাকতে হচ্ছে। তা-ও আবার কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়ার পরে। এ ভাবে চিড়িয়াখানার জীবজন্তুদের মতো থাকতে চাই না আমরা।”