Advertisement
১৮ মে ২০২৪
India

ক্যাচ ফেলায় ঋষভ পন্থের সমালোচনা করলেন পন্টিং

প্রথমবার পন্থ যখন পুকোভস্কির ক্যাচ ফেলেন, তখন তিনি ব্যাট করছিলেন ২৬ রানে।

দু’বার ক্যাচ ফেলেন ঋষভ পন্থ। ফাইল চিত্র।

দু’বার ক্যাচ ফেলেন ঋষভ পন্থ। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ২২:৪৬
Share: Save:

সিডনি টেস্টে অভিষেক হওয়া উইল পুকোভস্কির ৬২ রানের সুবাদে প্রথম দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলেছে অস্ট্রেলিয়া। তবে পুকোভস্কি অনেক আগেই আউট হতে পারতেন। দু’বার উইকেটের পেছনে তাঁর ক্যাচ ফেলেন ঋষভ পন্থ। তাঁর এই পারফরম্যান্সে একেবারেই খুশি নন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও বর্তমানে দিল্লি ক্যাপিটালস দলের কোচ রিকি পন্টিং। এর আগে ব্যাটসম্যান হিসেবে ঋদ্ধিমান সাহার থেকে ঋষভকে এগিয়ে রেখেছিলেন পন্টিং। সেই কারণে ঋদ্ধির বদলে পন্থকে খেলানোর জন্য সওয়ালও করেছিলেন পন্টিং।

এবার সিডনি টেস্টের প্রথম দিনে পন্থের ক্যাচ ফেলা নিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘ঋষভের ভাগ্য ভাল, পুকোভস্কি সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরি করতে পারেনি। সেক্ষেত্রে অনেক বড় সমস্যায় পড়তে হতো ভারতকে।’’ এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানোর পর উইকেটের পিছনে দাঁড়িয়ে এই তরুণ ভারতীয় ক্রিকেটার যতবার ব্যর্থ হয়েছে, বিশ্ব ক্রিকেটে তা বিরল।’’

প্রথমবার পন্থ যখন পুকোভস্কির ক্যাচ ফেলেন, তখন তিনি ব্যাট করছিলেন ২৬ রানে। বোলার ছিলেন অশ্বিন। এরপর ফাস্ট বোলার মহম্মদ সিরাজের বলেও ক্যাচ ফেলেন তিনি।

আরও পড়ুন: সৌরভ বাড়ি ফিরতেই বোর্ড চাপ বাড়াল অস্ট্রেলিয়ার উপর

আরও পড়ুন: লক্ষ্মী রাজনীতি ছাড়ায় হাঁফ ছেড়ে বাঁচলেন বাংলার কোচ অরুণলাল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE