ইংল্যান্ড সিরিজে প্রথম দু’ম্যাচে নেই রবীন্দ্র জাডেজা। তবে দলের প্রয়োজনে সিডনি টেস্টের পঞ্চম দিনে পেন কিলার ইঞ্জেকশন নিয়ে ব্যাট করতে নামতে পারেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি জাডেজা।
মিচেল স্টার্কের শর্ট বলে বাঁ হাতের বুড়ো আঙুল ভেঙে গিয়েছিল জাডেজার। তখনই জানা গিয়েছিল চোট সারাতে ছ’সপ্তাহ লাগবে। ফলে ৫-৯ ফেব্রুয়ারি প্রথম টেস্ট এবং ১৩-১৭ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাবে না। ভারতের পক্ষে বড় ধাক্কা জাডেজার চোট।
বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, “ওর সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ লাগবে। তার পরে আরও দু’সপ্তাহ রিহ্যাব। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে জাডেজাকে পাওয়া যাবে না।”