Advertisement
২৪ এপ্রিল ২০২৪
জাডেজা

ইঞ্জেকশন নিয়ে এই টেস্টে নামতে পারেন জাডেজা, আট সপ্তাহের ধাক্কা

মিচেল স্টার্কের শর্ট বলে বাঁ হাতের বুড়ো আঙুল ভেঙে গিয়েছিল জাডেজার। তখনই জানা গিয়েছিল চোট সারাতে ছ’সপ্তাহ লাগবে।

জাডেজার চোট নিয়ে উদ্বিগ্ন ভারত। ফাইল ছবি

জাডেজার চোট নিয়ে উদ্বিগ্ন ভারত। ফাইল ছবি

সংবাদ সংস্থা
সিডনি শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ১৮:৪২
Share: Save:

ইংল্যান্ড সিরিজে প্রথম দু’ম্যাচে নেই রবীন্দ্র জাডেজা। তবে দলের প্রয়োজনে সিডনি টেস্টের পঞ্চম দিনে পেন কিলার ইঞ্জেকশন নিয়ে ব্যাট করতে নামতে পারেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি জাডেজা।

মিচেল স্টার্কের শর্ট বলে বাঁ হাতের বুড়ো আঙুল ভেঙে গিয়েছিল জাডেজার। তখনই জানা গিয়েছিল চোট সারাতে ছ’সপ্তাহ লাগবে। ফলে ৫-৯ ফেব্রুয়ারি প্রথম টেস্ট এবং ১৩-১৭ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাবে না। ভারতের পক্ষে বড় ধাক্কা জাডেজার চোট।

বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, “ওর সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ লাগবে। তার পরে আরও দু’সপ্তাহ রিহ্যাব। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে জাডেজাকে পাওয়া যাবে না।”

বোর্ডের কর্তা আরও যোগ করেন, “টেস্ট ম্যাচ বাঁচানোর কারণে দরকার হলে পঞ্চম দিন ইঞ্জেকশন নিয়ে ব্যাট করতে পারে জাডেজা।” যদি জাডেজার সম্পূর্ণ সুস্থ হতে আট সপ্তাহ লাগে অর্থাৎ দু’মাস লাগে, তাহলে হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা টেস্ট সিরিজেই তাঁকে পাওয়া যাবে না।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট হওয়ার কথা চেন্নাইয়ে। আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে এই মাঠ জাডেজার হাতের তালুর মতো পরিচিত।

আরও খবর: আগেও বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন সিডনিতে, দাবি করলেন অশ্বিন

আরও খবর: দূরে বসেও ফুঁসছেন কোহালি, ঘৃণা উগরে দিলেন ল্যাঙ্গারও

ঋষভ পন্থেরও চোট লেগেছিল। তবে যথাযথ ব্যবস্থা নেওয়ায় কব্জি এখন ঠিকই আছে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে কিপিং করতে না পারলেও পঞ্চম দিনে ব্যাটিং করতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE