Advertisement
১০ মে ২০২৪
Prasidh Krishna

এবার টেস্ট দলে সুযোগ পাওয়া উচিত প্রসিদ্ধের, মত গাওস্করের

গাওস্কর বলেন, ‘‘সিম ওপরের দিকে রেখে বল করে প্রসিদ্ধ। নির্বাচকদের উচিত ওকে টেস্ট দলেও সুযোগ দেওয়া। যেমনটা হয়েছিল যশপ্রীত বুমরার ক্ষেত্রে।

প্রসিদ্ধ কৃষ্ণ

প্রসিদ্ধ কৃষ্ণ ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ১৮:০৫
Share: Save:

প্রসিদ্ধ কৃষ্ণকে টেস্ট দলে জায়গা দেওয়া উচিত বলে মনে করেন সুনীল গাওস্কর। তাঁর গতির কথা মাথায় রেখেই সুযোগ দেওয়া উচিত। ঠিক যেমনটা হয়েছিল ২০১৮ সালে যশপ্রীত বুমরার ক্ষেত্রে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে অভিষেক হয় প্রসিদ্ধর। ৪ উইকেট তুলে নেন তিনি।

গাওস্কর বলেন, ‘‘সিম ওপরের দিকে রেখে বল করে প্রসিদ্ধ। নির্বাচকদের উচিত ওকে টেস্ট দলেও সুযোগ দেওয়া। যেমনটা হয়েছিল যশপ্রীত বুমরার ক্ষেত্রে। ও সেই সময় শুধুই টি২০ ও একদিনের ম্যাচে খেলত। পরে টেস্টে সুযোগ পেয়ে ভারতের অন্যতম সেরা বোলার হয়ে উঠেছে।’’

দ্বিতীয় একদিনের ম্যাচেও ১০ ওভার বল করে ৫৮ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন তিনি। এর আগে কর্নাটকের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি উইকেট পেয়েছেন তরুণ এই পেসার। লিস্ট এ ক্রিকেটে ৫০ ম্যাচে ৮৭টি উইকেট পেয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sunil Gavaskar Jasprit Bumrah Prasidh Krishna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE