Advertisement
০৮ মে ২০২৪

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস বদলাতে ব্যর্থ ধোনিদের হার ৪৭ রানে

টি২০ বিশ্বকাপের শুরুটা হেরেই করতে হল ভারতকে। ৪৭ রানে হেরে যেতে হল এশিয়া কাপ চ্যাম্পিয়নদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরিবর্তন হল না ইতিহাসও। কিউই বোলিংয়ের সামনে ধরাশায়ী ভারতের ব্যাটিং। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। শুরুটা ভালই করেছিল ভারতের বোলাররা।

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ১৯:২০
Share: Save:

টি২০ বিশ্বকাপের শুরুটা হেরেই করতে হল ভারতকে। ৪৭ রানে হেরে যেতে হল এশিয়া কাপ চ্যাম্পিয়নদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরিবর্তন হল না ইতিহাসও। কিউই বোলিংয়ের সামনে ধরাশায়ী ভারতের ব্যাটিং। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। শুরুটা ভালই করেছিল ভারতের বোলাররা। ১২৬ রানেই রুখে দিতে সক্ষম হয় নিউজিল্যান্ডের ইনিংস। প্রথম ওভারেই গাপ্তিলকে তুলে নেন অশ্বিন। এর পর নেহরার বলে ফেরেন মুনরো। বল হাতে প্রায় সকলেই উইকেট পেলেন এদিন। হার্দিক পাণ্ড্য ছাড়া। অশ্বিন, নেহরা, রায়না, বুমরাহ, জাদেজার নামের পাশে লেখা হল একটি করে উইকেট। দুটো রান আউট।

লক্ষ্যটাও খুব বেশি ছিল না। কিন্তু ক্রমশ মন্থর হয়ে আসা নাগপুরের পিচে ব্যাটে বড় রান এল না কোনও ভারতীয় ব্যাটসম্যানের। ব্যাতিক্রম অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। অনেকক্ষণ ক্রিজে টিকেও থাকলেন, করলেন ৩০ রান। তার আগে কোহলির ব্যাট থেকে এল ২৩ রান। কিন্তু টিকে থাকতে ব্যর্থ সকলেই। এর পর দু’অঙ্কের রানে পৌঁছলেন একমাত্র অশ্বিন। বাকিদের রান ৫, ১,১,৪,১, ০, ০। ১৮.১ ওভারে ৭৯ রান করে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে চার উইকেট নিলেন সাঁতনার। তিন উইকেট সোধির। জোড়া উইকেট ম্যাকালামের। একটি উইকেট নিলেন মিলনে।

• ১৮.১ ওভারে ৭৯ রানে শেষ ভারতের ইনিংস।

• মিলনের বলে কোনও রান না করেই বোল্ড হলেন হলেন নেহরা।

• নেহরা আউট।

• ব্যাট করতে এলেন বুমরাহ।

১৭.৪ ওভারে ভারত ৭৯/৯।

• সাঁতনারের বলে ম্যাকালামকে ক্যাচ দিয়ে আউট ধোনি।

• ধোনি আউট। সঙ্গে শেষ সব আশা।

• সঙ্গে ব্যাট করতে এলেন আশিস নেহরা।

• ৩০ রানে ব্যাট করছেন ক্যাপ্টন কুল।

• সোধিকে ধোনির বাউন্ডারি। একাই সামলাচ্ছেন ভারতের ইনিংস।

• ১৮ বলে ভারতকে করতে হবে ৫২ রান। হাতে উইকেট মাত্র ২।

• ১৭ ওভারে ভারত ৭৫/৮।

• ১০ রান করে সোধির বলে স্টাম্প আউট হলে অশ্বিন।

• অশ্বিন আউট।

• কোরে্ অ্যান্ডারসনকে ধোনির বিরাট ছক্কা।

• ১৬ ওভারে ভারত ৬৬/৭।

• ১৫ ওভারে ভারত ৬১/৭।

• ১৩ রানে ব্যাট করছেন ধোনি।

• ১৪ ওভারে ভারত ৫৭/৭।

• ১৩ ওভারে ভারত ৫৩/৭।

• নিউজিল্যান্ডের সাঁতনার ৩টি উইকেট নিলেন।

• ১২ ওভারে ভারত ৪৯/৭।

• ৭ রানে ব্যাট করছেন ধোনি।

• ধোনির সঙ্গে ব্যাট করতে এলেন অশ্বিন।

• ১১ ওভারে ভারত ৪৫/৭।

• সোধির বলে সোধিকেই ক্যাচ তুলে দিলেন জাদেজা। রানের খাতাই খুলতে পারলেন না তিনি।

• রবীন্দ্র জাদেজা আউট। সোধির দুরন্ত ক্যাচ।

• ১০ ওভারে ভারত ৪২/৬।

• সাঁতনারের বলে এলবিডব্লু হলেন হার্দিক। করলেন মাত্র ১ রান।

• হার্দিক পাণ্ড্য আউট।

• ১১ ওভারে ভারতকে করতে হবে ৮৬ রান। হাতে রয়েছে ৫ উইকেট।

• ধোনির সঙ্গে ব্যাট করতে এলেন হার্দিক পাণ্ড্য।

• ৯ ওভারে ভারত ৪১/৫।

• ২৩ রান করে সোধির বলে রোঁচিকে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলি।

• বিরাট কোহলি আউট।

• উইকেট ক্রমশ স্লো হচ্ছে। বল পরে বেশি দূর যাচ্ছে না।

৭ ওভারে ভারত ৩৩/৪।

• ১৭ রানে ব্যাট করছেন বিরাট কোহলি। ধোনির রান ১।

• ৬ ওভারে ভারত ২৮/৪।

• ৫ ওভারে ভারত ২৬/৪।

• কোহলির সঙ্গে ব্যাট করতে এলেন ধোনি।

• ম্যাকালামের বলে তাঁকেই ক্যাচ দিয়ে আউট হলেন যুবরাজ।

• যুবরাজ আউট।

• ম্যাকালামকে বাউন্ডারি যুবরাজের।

• ৪ ওভারে ভারত ২১/৩।

• আবার বাউন্ডারি বিরাটের।

• বিরাটের বাউন্ডারি কোরে অ্যান্ডরসনকে।

• বিরাটের সঙ্গে ব্যাট করতে এলেন যুবরাজ সিংহ।

• ৩ ওভারে ভারত ১২/৩।

• সাঁতনারের বলে গাপ্তিলকে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে আউট হলেন রায়না।

• এসেই আউট রায়না।

• ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও সুরেশ রায়না।

• সাঁতনারের বলে ৫ রান করে স্টাম্প হলেন রোহিত।

• রোহিত শর্মা আউট।

২ ওভারে ভারত ১০/১।

• ১ ওভারে ভারত ৬/১।

• ম্যাকালামের বলে এলবিডব্লু হলেন ধবন। করলেন ১ রান।

• শিখর ধবন আউট।

• নাথান ম্যাকালামের প্রথম বলে এক রান নিলেন রোহিত।

• ব্যাট করছেন রোহিত শর্মা ও শিখর ধবন।

• ভারতের ব্যাটিং শুরু।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১২৬ রান তোলে নিউজিল্যান্ড। ব্যাক্তিগত সর্বোচ্চ রান ৩৪ করেন অ্যান্ডারসন। এর পর ২১ রান করে অপরাজিত থাকেন রোঁচি।প্রথম ওভারেই গাপ্তিলকে তুলে নেন অশ্বিন। এর পর নেহরার বলে ফেরেন মুনরো। বল হাতে প্রায় সকলেই উইকেট পেলেন এদিন। হার্দিক পাণ্ড্য ছাড়া। অশ্বিন, নেহরা, রায়না, বুমরাহ, জাদেজার নামের পাশে লেখা হল একটি করে উইকেট। দুটো রান আউট। ভারতের সামনে এখন ১২৭ রানের লক্ষ্য।

• ২০ ওভারে নিউজিল্যান্ড ১২৬/৭।

• নেহরার বলে পর পর বাউন্ডারি ও ছক্কা হাঁকালেন রোঁচি।

• ১৯.৪ ওভারে‌ নিউজিল্যান্ড ১১৮/৭।

• আবার আউট। এবার রান আউট হয়ে ফিরলেন ইলিয়ট। করলেন ৯ রান।

• ১৯ ওভারে নিউজিল্যান্ড ১১২/৬।

• ১৮ ওভারে নিউজিল্যান্ড ১০৩/৬।

• ৫ রানে ব্যাট করছেন ইলিয়ট ও ১ রানে লুক রোঁচি।

• ১০০ রান নিউজিল্যান্ডের।

১৭ ওভারে নিউজিল্যান্ড ৯৮/৬।

• ১৮ রান করে আউট হলেন সাঁতনার।

• জাদেজাকে বাউন্ডারি হাঁকিয়ে পরের বলেই ধোনিকে ক্যাচ তুলে দিলেন মিশেল সাঁতনার।

• ১৬ ওভারে নিউজিল্যান্ড ৮৯/৫।

• বুমরাহর বলে ৩৪ রান করে বোল্ড হলেন কোরে অ্যান্ডারসন।

• বুমরাহর দ্বিতীয় উইকেট ভারতের পঞ্চম।

• ১৫ ওভারে নিউজিল্যান্ড ৮৮/৪।

• পাণ্ড্যকে সাতনারের বাউন্ডারি।

• ১৪ ওভারে নিউজিল্যান্ড ৭৮/৪।

• ১৩ ওভারে নিউজিল্যান্ড ৭৫/৪।

• ৩২ রানে ব্যাট করছেন কোরে অ্যান্ডারসন।

• জাদেজা এক ওভারে দিলেন তিনটি ওয়াইড, দুটো লেগ বাই ও চারটি বাই। এক ওভারে হল ৯ বল।

• কোরে অ্যান্ডারসনের সঙ্গে ব্যাট করতে এলেন মিশেল সাতনার।

• ১২ ওভারে নিউজিল্যান্ড ৬৩/৪।

১১.৩ ওভারে নিউজিল্যান্ড ৬২/৪।

• রান আউট হলেন টেলর। সুরেশ রায়নার বলে তিনিই আউট করলেন রস টেলরকে।

•আবার আউট। আবার রায়না।

• বড় রান তুলতে হলে টিকে থাকতে হবে নিউজিল্যান্ডের এই জুটিকে।

• ১১ ওভারে নিউজিল্যান্ড ৫৯/৩।

• জাদেজার এলবিডব্লুর আবেদন। কিন্তু নাকচ করে দিলেন আম্পায়ার।

• ৯ ওভারে নিউজিল্যান্ড ৪৯/৩।

• ২১ রানে ব্যাট করছেন অ্যান্ডরসন। বল করতে এসেছেন সুরেশ রায়না।

• কোরে অ্যান্ডসনের সঙ্গে ব্যাট করছেন রস টেলর।

• ৮ ওভারে নিউজিল্যান্ড ৪২/৩।

• তাঁর ওভারে মাত্র দু’রান দিয়ে ১ উইকেট তুলে নিলেন রায়না।

• ৭ ওভারে নিউজিল্যান্ড ৩৫/৩।

• রায়নার বলে উইলিয়ামসনকে স্টাম্প আউট করলেন ধোনি। ৮ রানে আউট হলেন তিনি।

• উইকেট তুলে নিলেন সুরেশ রায়না।

• বল করতে এলেন সুরেশ রায়না।

• তাঁর প্রথম ওভারে মাত্র ১ রান দিলেন বুমরাহ।

• ৬ ওভারে নিউজিল্যান্ড ৩৩/২।

• ৬ রানে উইলিয়ামসন ও ১৩ রানে অ্যান্ডারসন ব্যাট করছেন।

• ৫ ওভারে নিউজিল্যান্ড ৩২/২।

• পঞ্চম ওভারে অশ্বিনের প্রথম বলেই অ্যান্ডারসনের বাউন্ডারি।

• ৪ ওভারে নিউজিল্যান্ড ২২/২।

• চতুর্থ ওভারে নেহরার শেষ বলে বাউন্ডারি উইলিয়ামসনের।

• ৩ ওভারে নিউজিল্যান্ড ১৬/২।

• ব্যাট করতে এলেন কোরে অ্যান্ডরসন। ওপেন করতে এসে এখনও রানের খাতা খুলতে পারেননি উইলিয়ামসন।

• ২ ওভারে নিউজিল্যান্ড ১৪/২।

• ১.৩ ওভারে নিউজিল্যান্ড ১৩/২।

• ৭ রান করে নেহরার বলে পাণ্ড্যকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন মুনরো।

• দ্বিতীয় ওভারে উইকেট তুলে নিলেন আশিস নেহরা।

• ব্যাট করছেন কোলিন মুনরো ও কেন উইলিয়ামসন।

• ১ ওভারে নিউজিল্যান্ড ১৩/১।

• অশ্বিনের বলে এবার ছক্কা মুনরোর।

• ২ বলে নিউডিল্যান্ড ৬/১।

• ১ বলে ৬ রান করে অশ্বিনের বলে এলবিডব্লু হলেন গাপ্তিল।

• দ্বিতীয় বলেই আউট গাপ্তিল।

• অশ্বিনের প্রথম বলেই গাপ্তিলের ছক্কা।

• খেলা শুরু।

• মাঠে নেমে পড়েছে দুই দল।

• চলছে জাতীয় সঙ্গীত।

• মাঠে নেমে গিয়েছে দুই দল।

• বিগ স্ক্রিনে মার্টিন ক্রোয়ের ছবি ভেসে উঠেছে।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড। শুরু হয়ে গেল ভারতের টি২০ বিশ্বকাপ অভিযান। নাগপুরে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ইতিহাস বলছে টি২০তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতেনি ভারত। আবার ইতিহাস বলছে দেশের মাটিতে কেউ কখনও টি২০ বিশ্বকাপ জেতেনি। এমন অবস্থায় আজ থেকেই সব ইতিহাসকে বদলে দিতে মাঠে নামছেন ধোনি, বিরাটরা। স্টেডিয়াম জুড়়ে চলছে ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ চিৎকার। কখনও সেটা বদলে যাচ্ছে ‘ধোনি ধোনি’তে। কখনও বিরাট তো কখনও যুবরাজের নামের ইকো হচ্ছে গ্যালারিতে। পিচ দেখেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন উইলিয়ামসন। তিনি বলেন, ‘‘পিচ বেশ ড্রাই এবং পরের দিকে স্লো হয়ে যাবে বলে মনে হচ্ছে।

আরও খবর

রাত পোহালেই নাগপুরে শুরু বিশ্বকাপ যুদ্ধ, তৈরি ভারত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India New Zealand wt20 Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE