Advertisement
২০ এপ্রিল ২০২৪
Cricket

টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পরিকল্পনা রয়েছে সৌরভের, কোহালি-শাস্ত্রীর সঙ্গে বসবেন দ্রুতই

টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য কিছু ভাবনা রয়েছে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নানা ভাবনা সৌরভের। —ফাইল চিত্র।

টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নানা ভাবনা সৌরভের। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ ১৯:১২
Share: Save:

পরের বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই প্রতিযোগিতার জন্য প্রস্তুতির ক্ষেত্রে কিছু ভাবনা রয়েছে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। যা তিনি শীঘ্রই আলোচনা করবেন অধিনায়ক বিরাট কোহালি ও প্রধান কোচ রবি শাস্ত্রীর সঙ্গে।

বৃহস্পতিবার কলকাতায় এক বইপ্রকাশের অনুষ্ঠানে এসে সৌরভ বলেছেন, “আমরা টি টোয়েন্টি ক্রিকেটে রান তাড়া করছি সাফল্যের সঙ্গে। এ বার প্রথমে ব্যাট করেও সফল হতে হবে। এই ব্যাপারে আমার কিছু ভাবনা রয়েছে। যা বিরাট, রবি ও ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় জানাবো। আমরা এখনও খুব বেশি টি টোয়েন্টি আন্তর্জাতিক খেলিনি। তবে আমি আত্মবিশ্বাসী যে বিশ্বকাপের সময়ে আমরা পুরোপুরি প্রস্তুত হয়ে যাব।”

সৌরভ যদিও নিজের পরিকল্পনার কথা ফাঁস করেননি। টেস্টে ভারত এখন বিশ্বের এক নম্বর দল।

আরও পড়ুন: ‘বীজ বুনেছিল সৌরভ, এখন সেটাই বিশাল এক গাছ হয়ে উঠেছে’

সৌরভ বিরাটদের প্রশংসা করে বলেছেন, “বিদেশে ধারাবাহিক জেতাই হল চূড়ান্ত লক্ষ্য। গত বছর অস্ট্রেলিয়ায় আমরা ভাল খেলেছি। নিউজিল্যান্ডেও ভাল করার মতো দল রয়েছে আমাদের। এবং অস্ট্রেলিয়াতেও আবার ভাল খেলব আমরা। বিশ্বের সেরা টেস্ট দল হিসেবে সেটাই আমাদের লক্ষ্য।”

আরও পড়ুন: মানসিক জোর জুগিয়েছেন দ্রাবিড়, সচিনের মতো শট মারতে পারলে খুব ভাল লাগে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sourav Ganguly BCCI president T 20 World Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE