Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৮ জানুয়ারি ২০২২ ই-পেপার

India Open: ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনের শেষ চারে সিন্ধু, লক্ষ্য, আকর্ষি

কোয়ার্টার ফাইনালে সিন্ধু, আকর্ষি সহজে জিতলেও লক্ষ্যকে লড়াই করে জিততে হয়।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ১৪ জানুয়ারি ২০২২ ২০:২২
শেষ চারে সিন্ধু।

শেষ চারে সিন্ধু।
ফাইল ছবি

ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনের শেষ চারে উঠলেন পিভি সিন্ধু, লক্ষ্য সেন ও আকর্ষি কাশ্যপ। তিন জনেই সেমিফাইনালে খেলতে নামবেন শনিবার।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে সিন্ধু, আকর্ষি সহজে জিতলেও লক্ষ্যকে লড়াই করে জিততে হয়। মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই সিন্ধু মাত্র ৩৬ মিনিটে ২১-৭, ২১-১৮ ফলে হারান ভারতেরই অস্মিতা চালিহাকে। শেষ চারে তাঁর সামনে ষষ্ঠ বাছাই তাইল্যান্ডের সুপানিদা কাতেথং।

Advertisement

পুরুষদের সিঙ্গলসে তৃতীয় বাছাই লক্ষ্যকে কষ্ট করে জিততে হয়। শেষ আটে তিনি হারান ভারতের এইচএস প্রণয়কে। লক্ষ্য জেতেন ১৪-২১, ২১-৯, ২১-১৪ ফলে। তাঁকে শেষ চারে খেলতে হবে মালয়েশিয়ার অবাছাই জে ইয়ংয়ের সঙ্গে।

মহিলাদের সিঙ্গলসের অন্য কোয়ার্টার ফাইনালে অবাছাই আকর্ষি ভারতের আর এক অবাছাই মালবিকা বানসদকে ২১-১২, ২১-১৫ ফলে হারান। মালবিকা দ্বিতীয় রাউন্ডে সাইনা নেহওয়ালকে হারিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। আকর্ষির সামনে শেষ চারে দ্বিতীয় বাছাই তাইল্যান্ডের বুসানন অংবামরিংফান।

আরও পড়ুন

Advertisement