Advertisement
০২ মে ২০২৪
Sports News

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুই বিরাট নির্ভরতা নয়: কপিল

ফর্মে নেই বিরাট কোহালি। আইপিএল-এ পুরো ফ্লপ। তবুও ভারতীয় দলের ভারসা তিনিই। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলকে সাবধান করছেন ভারতকে প্রথম বিশ্বকাপ দেওয়া অধিনায়ক কপিল দেব। জুনের প্রথম সপ্তাহে ইংল্যান্ডে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।

কপিল দেব। ছবি: পিটিআই।

কপিল দেব। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ মে ২০১৭ ১৮:১৪
Share: Save:

ফর্মে নেই বিরাট কোহালি। আইপিএল-এ পুরো ফ্লপ। তবুও ভারতীয় দলের ভারসা তিনিই। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলকে সাবধান করছেন ভারতকে প্রথম বিশ্বকাপ দেওয়া অধিনায়ক কপিল দেব। জুনের প্রথম সপ্তাহে ইংল্যান্ডে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তার আগে কপিল বলেন, ‘‘ধর্মশালায় ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ দেখেছেন? সকলেই বলেছিল যদি কোহালি না খেলে তা হলে ভারত হারবে। কিন্তু আমরা সকলেই জানি কী হয়েছি।’’ কপিলের মতে, এটা কখনওই ঠিক নয় অন্য দলগুলিকে এই বার্তা দেওয়া যে ভারতের ভাগ্য নির্ভর করছে শুধুই বিরাটের উপর। তিনি বলেন, ‘‘কোহালি দলের গুরুত্বপূর্ণ সদস্য। ও অনেক বড় প্লেয়ার।ও জানে কী ভাবে খেলতে হয় আর কখন খেলতে হবে।’’

আরও খবর: কুম্বলের চুক্তি শেষ জুনে, ভাগ্য নির্ধারণ চ্যাম্পিয়ন্স ট্রফির পর

দিল্লি নিজের মোমের মূর্তি উদ্বোধনে এসে ভারতীয় দল নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন তিনি। তাঁর বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফি ধরে রাখতে পারবে ভারত। সেই ক্ষমতা এই ভারতীয় দলের রয়েছে। তবে সবটাই নির্ভর করছে দল পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারছে কী না। কপিল দেব বলেন, ‘‘দল দেখে ভালই মনে হচ্ছে। গত পাঁচ বছর ধরে ভাল খেলছে ভারতীয় দল। কিন্তু সাফল্য নির্ভর করছে মাঠে নেমে প্লেয়াররা সেদিন কী করবেন তার উপর। আমাদের জেতার ক্ষমতা রয়েছে। সবটাই হবে যদি নিজেদের সেরাটার সঙ্গে অন্যদের চাপে রাখতে পারে।’’ ভারতীয় দল নিয়ে বিশেষ কোনও মন্তব্য নেই কপিলের। যদিও ইঙ্গিত দিয়েছেন, তাঁকে দল তৈরি করতে বললে অভিজ্ঞতার সঙ্গে দলে বেশ কিছু নতুন মুখও দেখা যেত। তাই তিনি নির্বাচকদের কোনওভাবেই সমালোচনা করতে চাননি।

ভারতীয় বোলিং নিয়েও উচ্ছ্বসিত কপিল। তিনি নিজের থেকেও এগিয়ে রাখছেন বর্তমান ভারতীয় বোলারদের। অশ্বিন, রবীন্দ্র জাডেজাদের প্রশংসা শোনা গেল কপিলের মুখে। তাঁর মতে, এরকম আরও অনের অল-রাউন্ডার রয়েছে ভারতীয় ক্রিকেট দলে। তাই শুধু কপিল দেব নয় তাঁর থেকে আরও ভাল বোলার বা অল-রাউন্ডার ভারতীয় তৈরি করুক সেই আশাই করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE