Advertisement
১৮ এপ্রিল ২০২৪
kidambi srikanth

Thomas Cup: থমাস কাপেও হার ভারতের, চাইনিজ তাইপের বিরুদ্ধে কাজে এল না শ্রীকান্তদের লড়াই

ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দলের মতো পুরুষ দলও গ্রুপ শীর্ষে থাকতে পারল না। থমাস কাপে গ্রুপ ‘সি’-র শেষ টাইয়ে ভারতকে হারিয়ে দিল চাইনিজ তাইপে।

কাজে এল না শ্রীকান্তের লড়াই।

কাজে এল না শ্রীকান্তের লড়াই। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২২ ২২:০৬
Share: Save:

ভারতীয় ব্যাডমিন্টনের জন্য খারাপ দিন। উবের কাপে দক্ষিণ কোরিয়ার কাছে পিভি সিন্ধুদের হারের পর থমাস কাপে চাইনিজ তাইপের কাছে হেরে গেল ভারতের পুরুষদের দলও। যদিও লক্ষ্য সেনরা হারলেন ২-৩ ব্যবধানে।

ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দলের মতো পুরুষ দলও গ্রুপ শীর্ষে থাকতে পারল না। গ্রুপ ‘সি’-র শেষ টাইয়ে ভারতকে হারিয়ে দিল শক্তিশালী চাইনিজ তাইপে। প্রথম ম্যাচেই হেরে যান ছন্দে থাকা লক্ষ্য সেন। আগের টাইয়ে বিশ্রাম পাওয়া লক্ষ্য বিশ্বের চার নম্বর চোউ তিয়েন চেনের কাছে হারলেন ১ ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে হারলেন ১৯-২১, ২১-১৩, ২১-১৭ গেমে। দুরন্ত লড়াই করেও শেষ রক্ষা করতে পারলেন না লক্ষ্য। প্রথম সিঙ্গলসে হারের পর প্রথম ডাবলসেও হারে ভারত। দেশের সেরা জুটি সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি-চিরাগ শেট্টি ৪০ মিনিটের ল়ড়াইয়ে হারেন বিশ্বের তৃতীয় বাছাই জুটি লি ইয়াং-চি লিন ওয়াংয়ের কাছে ১১-২১, ১৯-২১ পয়েন্টে।

০-২ ব্যবধানে পিছিয়ে পরার পর টাইয়ে টিঁকে থাকতে দ্বিতীয় সিঙ্গলস জিততেই হত ভারতকে। হতাশ করেননি কিদম্বি শ্রীকান্ত। অভিজ্ঞ শাটলার ২১-১৯, ২১-১৬ ব্যবধানে হারান উই ওয়াংকে। এর পর অবশ্য দ্বিতীয় ডাবলসেই শেষ হয়ে যায় ভারতের টাই জয়ের আশা। ভারতের এমআর অর্জুন-ধ্রুব কপিলা জুটি ১ ঘণ্টা ১৭ মিনিট তীব্র লড়াই করেও শেষ রক্ষা করতে পারেননি। তাঁরা ১৭-২১, ২১-১৯, ১৯-২১ পয়েন্টে হেরে যান চাইনিজ তাইপের লু চিং ইয়াও-পো হান ইয়াং জুটির কাছে।

চতুর্থ ম্যাচের পরেই চাইনিজ তাইপের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যায়। শেষ ম্যাচ তথা তৃতীয় সিঙ্গলসে অবশ্য জয় পান এইচএস প্রণয়। তাতে অবশ্য লাভ কিছু হয়নি। নিয়মরক্ষার ম্যাচে তিনি ১ ঘণ্টা ৭ মিনিটের লড়াইয়ে ২১-১৮, ১৭-২১, ২১-১৮ ফলে হারান লু চিয়া হাং-কে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE