ভারতের ঘুর্ণি আক্রমণে ভেঙে পড়ল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দুর্গ। আর প্রথম দিনের ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে পূজারা-বিজয়ের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত।
এ দিন লাঞ্চের পরেই ১৮৪ রানে গুটিয়ে য়ায় দক্ষিণ আফ্রিকা। ডিভিলিয়ার্সের ক্যাচের বলটি অবৈধ না হলে চাপ আরও বাড়ত প্রোটিয়াদের। প্রথম ইনিংসে ১৭ রানের লিড পায় ভারত।
মোহালি টেস্টের দ্বিতীয় দিনের শুরু থেকেই ভারতের ঘুর্ণি আক্রমণের চাপে ব্যাকফুটে চলে যায় দক্ষিণ আফ্রিকা। অশ্বিনের স্পিন সামলাতে রীতিমতো বেগ পেতে হয় হাসিম আমলাদের। বৃহস্পতিবার দু’উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শুক্রবার শুরুতেই আরও তিনটি উইকেট হারায় তারা। সকালের তিনটি উইকেটই নেন ভারতীয় অফস্পিনার। অশ্বিন, অমিত মিশ্র এবং জাডেজা— এই ত্রয়ির আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। লাঞ্চের পরেই জাডেজার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ফিল্যান্ডারও। তবে কিছুটা হলেও প্রতিরোধ গড়তে পেরেছেন এবি। তিনি ৬৩ রান করেন। অমিত মিশ্রর বলে এবি আউট হতেই শেষ হয় প্রোটিয়াদের প্রথম ইনিংস। অশ্বিনই নেন পাঁচ উইকেট। এ ছাড়া জাডেজা তিনটি এবং অমিত মিশ্র দু’টি উইকেট নেন।
ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই ফিল্যান্ডারের বলে আউট হন শিখর ধবন। এর পরেই দলের হাল ধরেন পূজারা-বিজয়। বিজয় ৪৭ করে আউট হলেও ৬৩ রানে অপরাজিত রয়েছেন পূজারা। আর দিনের শেষে ভারত এগিয়ে ১৪২ রানে। হাতে আট উইকেট।
এই সংক্রান্ত আরও খবর