সিরিজ হাতছাড়া হয়েছে রবিবারই। প্রথম দুই একদিনের ম্যাচে হারতে হয়েছে বড় ব্যবধানে। বুধবার ক্যানবেরার মানুকা ওভালে বিরাট কোহালির দলের সামনে তাই সম্মান ফেরানোর লড়াই। একই সঙ্গে স্কোয়াডে থাকে বাকিদের দেখে নেওয়ার সুযোগও।
অস্ট্রেলিয়ায় এর আগের সফরে ওয়ানডে সিরিজ জিতেছিল ভারত। কিন্তু সেই অস্ট্রেলিয়া দলে ছিলেন না স্টিভ স্মিথ। চলতি সিরিজের প্রথম দুই ম্যাচেই সেঞ্চুরি করে তফাত গড়ে দিয়েছেন তিনি একাই। স্মিথের দাপটের সামনে নিষ্প্রভ দেখিয়েছে যশপ্রীত বুমরা, মহম্মদ শামিদের। সিরিজে এখনও পর্যন্ত ভারতীয় বোলাররা মাত্র ১০ উইকেট নিতে পেরেছেন।
প্রথম দুই ম্যাচে পাওয়ারপ্লে চলাকালীন ভারতীয় বোলাররা কোনও উইকেট নিতে পারেননি। ডেথ ওভারেও অজি ব্যাটসম্যানরা মনের সুখে রান করেছেন। স্মিথ ছাড়াও সেঞ্চুরি করে ফেলেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। রান পেয়েছেন প্রত্যেক ব্যাটসম্যানই। আইপিএলে চূড়ান্ত ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল পর্যন্ত সিরিজে দুটো ঝোড়ো পঞ্চাশ করে ফেলেছেন।