শ্রদ্ধা জানাচ্ছে ভারতীয় দল। ছবি: সোশ্যাল মিডিয়া
ফিল হিউজ। নামটা শুনলেই মনে পড়ে যায় ক্রিকেট ইতিহাসের সেই মর্মান্তিক ঘটনার কথা। শন অ্যাবটের বল আছড়ে পড়ল হিউজের হেলমেটে। মাঠেই লুটিয়ে পরলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান। ২৭ নভেম্বর, ৬ বছর আগে আজকের দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন হিউজ।
শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরুর আগে হিউজের উদ্দেশে শ্রদ্ধা জানাল ভারতীয় দল। সঙ্গে তারা শ্রদ্ধা জানাল ২ মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত আরেক অস্ট্রেলিয়ান ডিন জন্সের উদ্দেশেও। খেলা শুরুর আগে নিরবতা পালন করে বিরাট কোহালির দল।
সিডনির মাঠে শুরু হয়েছে ভারত অস্ট্রেলিয়া সিরিজ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দুই ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার এগিয়ে নিয়ে চলেছেন দলকে। ১৫ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে তাঁরা তুলে নেন ৭৬ রান।
#TeamIndia are sporting black armbands to pay their tributes to Dean Jones and in memory of Phillip Hughes, who passed away on this day six years ago.#AUSvIND pic.twitter.com/0O8wJT5VIq
— BCCI (@BCCI) November 27, 2020
“Phillip Hughes was, and will always be, loved by the entire Australian cricket family. His legacy will live forever."
— Cricket Australia (@CricketAus) November 27, 2020
- @HockleyNick pic.twitter.com/abnRDdyfG4