Advertisement
০৩ মে ২০২৪
Mohammed Shami

শামি হাসপাতালে, চোট কতটা গুরুতর? রিপোর্ট কাল

মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। বলও করতে পারেননি।

কামিন্সের বল এসে লাগে শামির ডানহাতে। ছবি: সোশ্যাল মিডিয়া

কামিন্সের বল এসে লাগে শামির ডানহাতে। ছবি: সোশ্যাল মিডিয়া

সংবাদ সংস্থা
অ্যাডিলেড শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১৮:২৬
Share: Save:

ভারতীয় ব্যাটিংয়ের তখন করুণ অবস্থা। অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ৯ উইকেট ভারতের। ২১.২ ওভারে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের বল এসে লাগে মহম্মদ শামির ডানহাতে। মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। বলও করতে পারেননি।

ম্যাচ শেষে অধিনায়ক বিরাট কোহালি বলেন, “শামির চোট নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। স্ক্যানের রিপোর্ট এলে বলা যাবে। প্রচণ্ড যন্ত্রণা ছিল, হাতই তুলতে পারছিল না ও।” শামিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্ক্যান করার জন্য। বল লাগার পরে মাঠেই তাঁর শুশ্রূষা করতে ছুটে আসেন দলের চিকিৎসকরা। তাঁকে ব্যাট করার অনুমতি দেননি তাঁরা।

দ্বিতীয় টেস্ট শুরু ২৬ ডিসেম্বর। তার আগে শামি সুস্থ হয়ে উঠবেন কি না, তা বলা যাবে স্ক্যানের পরেই। যদি তাঁকে না পাওয়া যায় তবে ভারত যে আরও বিপদে পড়বে তা বলাই বাহুল্য। বিরাট কোহালি দেশে ফিরে আসবেন। এমন অবস্থায় শামিকে না পেলে অধিনায়ক অজিঙ্ক রাহানের মাথা ব্যথা আরও বাড়বে।

আরও পড়ুন: দেড় শতকে এই প্রথম দশকহীন ক্রিকেট

আরও পড়ুন: ৩৬ রানে গুটিয়ে গেল ভারত, ৮ উইকেটে জয় অস্ট্রেলিয়ার​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohammed Shami India vs Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE