যেন প্রথম একদিনের ম্যাচের পুনঃসম্প্রচার। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ৩৮৯ রান তোলে অস্ট্রেলিয়া। সেই রান তাড়া করতে নেমে ৫১ রানে হারে ভারত। ৩ ম্যাচের সিরিজে প্রথম ২ ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া ভারতের। টানা ৫টি একদিনের ম্যাচে হার ভারতের।
প্রথমে ব্যাট করে ভারতের বিরুদ্ধে সব চেয়ে বেশি রানের রেকর্ড করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় বার একদিনের ক্রিকেটে প্রথম ৫ ব্যাটসম্যান ৫০ পেরোনোর নজির গড়ল অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (৭৭ বলে ৮৩ রান) এবং অ্যারন ফিঞ্চ (৬৯ বলে ৬০ রান) গড়েন ১৪২ রানের পার্টনারশিপ। তাঁরা ফিরলে স্টিভ স্মিথ (৬৪ বলে ১০৪ রান) শুরু করেন ধ্বংসলীলা। ভারতের বিরুদ্ধে টানা ৩টি সেঞ্চুরি করলেন তিনি একদিনের ম্যাচে। মারনাস লাবুশানের ব্যাট থেকেও এল ঝকঝকে ৭০ রানের (৬১ বলে) ইনিংস। শেষের দিকে উঠল গ্লেন ম্যাক্সওয়েল (২৯ বলে ৬৩ রানে অপরাজিত) ঝড়। এই ৫ ব্যাটসম্যানের তাণ্ডবে উঠল ৩৮৯ রান মাত্র ৪ উইকেট হারিয়ে।
পাওয়ার প্লে-তে উইকেট না পাওয়া ভোগাচ্ছে ভারতকে। রবিবার হার্দিক পাণ্ড্যকে দেখা গেল বল করতে। তিনি স্মিথকে ফেরালেও ততক্ষণে শতরান করে ফেলেছেন তিনি। ৪ ওভার বল করে ২৪ দিলেন তিনি। শামি দিলেন ৭৩ রান, বুমরা ৭৯। ২ জনেই নিয়েছেন একটি করে উইকেট। নবদীপ সাইনি ৭ ওভার বল করে দিয়েছেন ৭০ রান, উইকেট পাননি তিনি। কোনও উইকেট পাননি জাদেজা, চহালও। বোলারদের ব্যর্থতা খেলার প্রথমার্ধেই ব্যাকফুটে পাঠিয়ে দেয় ভারতকে।