Advertisement
২১ মে ২০২৪
MS Dhoni and Virat Kohli

নাগপুরে অনুশীলনের পর মাঠেই রসিকতা ধোনি-বিরাটের

মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহালিকে সোমবার নাগপুরে পাওয়া গেল রসিকতার মেজাজে। ভারত অধিনায়ককে  দেখা গেল ধোনির সঙ্গে আড্ডা দিতে। সেখানে ছিলেন লোকেশ রাহুলও।

ধোনি-বিরাটের সম্পর্ক যে দারুণ, তা আগেও বোঝা গিয়েছে। ফাইল ছবি।

ধোনি-বিরাটের সম্পর্ক যে দারুণ, তা আগেও বোঝা গিয়েছে। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ১৮:১৫
Share: Save:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচের আগে খোসমেজাজে ভারতীয় ক্রিকেট দল। হায়দরবাদে ছয় উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। সোমবারের অনুশীলনে তাই রীতিমতো হাসি-ঠাট্টা করতে দেখা গেল ক্রিকেটারদের।

মহেন্দ্র সিংহ ধোনিবিরাট কোহালিকে যেমন পাওয়া গেল রসিকতার মেজাজে। ভারত অধিনায়ককে দেখা গেল ধোনির সঙ্গে আড্ডা দিতে। সেখানে ছিলেন লোকেশ রাহুলও। অঙ্গভঙ্গি করে কোহালির এই হাসিই বোঝাল শিবিরের আত্মবিশ্বাস এখন কতটা তুঙ্গে।

ধোনি শনিবার উপ্পলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৯ রানে চার উইকেট পড়ার পর কেদার যাদবের সঙ্গে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ১৪১ রান যোগ করে জিতিয়ে ফেরেন। জয়সূচক শটও আসে তাঁর ব্যাটে। ৭২ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন তিনি। কোহালি ৪৫ বলে ৪৪ করে ফেরেন। ম্যাচের সেরা কেদার যাদব ৮৭ বলে অপরাজিত থাকেন ৮১ রানে। ভারতীয় বোলাররাও নজর কাড়েন উপ্পলে। মহম্মদ শামি, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরারা নেন দুটো করে উইকেট। উইকেট না পেলেও রবীন্দ্র জাডেজা দশ ওভারে দেন মাত্র ৩৩ রান।

ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ নিয়ে খেলুন কুইজ

আরও পড়ুন: ফিঞ্চের ফর্মই এখন অস্ট্রেলিয়ার মাথাব্যথার কারণ, বলে দিলেন ইয়ান চ্যাপেল

আরও পড়ুন: নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ফরম্যাটে রোহিতের রেকর্ড জানেন?

প্রশ্ন হল বিশ্বকাপের কথা ভেবে এই ম্যাচে ভারত পরীক্ষা-নিরীক্ষার পথে চলবে কিনা। লোকেশ রাহুল, ঋষভ পন্থকে কি ব্যাটিং অর্ডারে জায়গা দেওয়া হবে, জল্পনা চলছে ক্রিকেটমহলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিকতা দেখিয়েছিলেন রাহুল। ঋষভ আবার একেবারেই রান পাননি। বিশ্বকাপের দলে থাকার দাবি জোরদার করতে হলে ঋষভকে রান করতেই হবে। তবে তার জন্য সুযোগ পেতে হবে তাঁকে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE