Advertisement
১৭ এপ্রিল ২০২৪
India Cricket

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোটলার রেকর্ড কিন্তু ভারতের পক্ষে

কোটলায় ২৪ একদিনের ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে ভারত খেলেছে ১৯টিতে। এই মাঠে ভারত হেরেছে ছয় ম্যাচ, জিতেছে ১২টিতে। একটি ম্যাচের নিষ্পত্তি হয়নি। আর এখানে অস্ট্রেলিয়াকে তিনবার হারিয়েছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরেছে মাত্র একবার।

কোহালি না ফিঞ্চ, শেষ হাসি কে হাসবেন? ছবি: এপি।

কোহালি না ফিঞ্চ, শেষ হাসি কে হাসবেন? ছবি: এপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৯ ১২:৪৩
Share: Save:

সিরিজের প্রথম দুই একদিনের ম্যাচে জিতেছিল ভারত। আর সেই অবস্থা থেকেই দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায় অস্ট্রেলিয়ায়। জিতে যায় পরের দুটো ওয়ানডে। পাঁচ ম্যাচের একদিনের সিরিজ এখন ২-২। ফিরোজ শাহ কোটলায় বুধবারের ম্যাচ তাই সিরিজে ফয়সালার।

শেষ দুই একদিনের ম্যাচে যতই হারতে হোক, কোটলার রেকর্ড নিশ্চিত ভাবেই জোগাচ্ছে আত্মবিশ্বাস। এর আগে এখানে ২৪ একদিনের ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে ভারত খেলেছে ১৯টিতে। এই মাঠে ভারত হেরেছে ছয় ম্যাচ, জিতেছে ১২টিতে। একটি ম্যাচের নিষ্পত্তি হয়নি। আর এখানে অস্ট্রেলিয়াকে তিনবার হারিয়েছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরেছে মাত্র একবার। পরিসংখ্যান বলছে, ঘরের মাঠে ২০১৫ সালের অক্টোবরে শেষবার দ্বিপাক্ষিক একদিনের সিরিজে হেরেছিল ভারত। সে বার এবি ডি’ভিলিয়ার্সের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা হারিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারতকে। তার পর থেকে ঘরের মাঠে লাগাতার জিতে আসছে ভারত।

ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ নিয়ে খেলুন কুইজ

২০১৭ ও ২০১৭ সালে ভারত একদিনের ফরম্যাটে ঘরের মাঠে হারায় নিউজিল্যান্ডকে। ২০১৭ সালে আরও হারায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে। ২০১৮ সালে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে হারায় ওয়েস্ট ইন্ডিজকে। এই ছয় সিরিজে একমাত্র নিউজিল্যান্ডই ভারতকে দু’বারই চাপে ফেলেছিল। শেষ ম্যাচে হয়েছিল ফয়সালা।

আরও পড়ুন: বাড়িতে নৈশভোজে টিম ইন্ডিয়ার সতীর্থরা, ছবি পোস্ট করলেন শামি

আরও পড়ুন: জওয়ানদের সমর্থনেই টুপি, মন্তব্য অরুণের​

অ্যারন ফিঞ্চ ও তাঁর দলের কাছে কোটলা আবার ঐতিহাসিক জয়ের আবহ আনছে। একদিনের সিরিজে ০-২ পিছিয়ে পড়ার পর সিরিজ দখল করার ঘটনা এর আগে মাত্র চারবার ঘটেছে। ২০০৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে ও ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ০-২ পিছিয়ে পড়েও জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ২০০৫ সালে ভারতের বিরুদ্ধে ০-২ পিছিয়ে পড়েও জিতেছিল পাকিস্তান। আর ২০০৫ সালেই জিম্বাবোয়ের বিরুদ্ধে এ ভাবেই জিতেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া কখনও ০-২ পিছিয়ে পড়ার পর ওয়ানডে সিরিজ জিততে পারেনি। তাই নতুন ইতিহাস লিখতে বদ্ধপরিকর অজিরা।

ভারতের কাছে এটা আবার বিশ্বকাপের আগে শেষ ম্যাচ। তাই জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ অভিযানে যেতে বদ্ধপরিকর কোহালিরা। তাছাড়া বিশ্বকাপের আগে কম্বিনেশন দেখে নেওয়ার এটাই শেষ সুযোগ।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE