ইংল্যান্ডের মাটিতে লাল বলের ক্রিকেটে ভারতের সময়টা মোটেও ভাল যাচ্ছে না। গত মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনালের মতো এ বারও ব্যর্থ ভারতের ব্যাটিং। ডারহামের মাঠে কাউন্টি একাদশের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ম্যাচে মেলে ধরতে পারল না ভারতের প্রথম সারির ব্যাটসম্যানরা।
অধিনায়ক বিরাট কোহলীর পিঠে ব্যথা। তাই বোর্ডের চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সহ-অধিনায়ক অজিঙ্ক রহাণে হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু। তাই তিনিও বিশ্রাম নিয়েছেন। আশা করা যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে তিনি পুরো সুস্থ হয়ে উঠবেন।
ফলে এই ম্যাচে অধিনায়কত্ব করছেন রোহিত শর্মা। তবে তিনিও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারলেন না। ফলে প্রথম দিন মধ্যাহ্ন ভোজের বিরতিতে ৮০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে ছিল ভারত।
🚨 Updates regarding Team India’s three-day warm-up game in Durham.https://t.co/jkloxEOmda
— BCCI (@BCCI) July 20, 2021
Rohit sharma failed to score overseas test Hundred even in practice match, yet again. pic.twitter.com/kqIRqwOe7V
— 𝐃𝐞𝐯 (@Mohali_Monster) July 20, 2021
আরও পড়ুন:
Brilliant from @TrentBridge's Lyndon James who picks up his second.
— Durham Cricket (@DurhamCricket) July 20, 2021
Agarwal bowled for 28 👏
Live Stream ➡️ https://t.co/ZoY9QkxDQk#CountyXIvIndia @CountyChamp pic.twitter.com/PWOlck8Y5o
বিদেশের মাঠে রোহিতের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত টেস্টের দুই ইনিংসে ভাল শুরু করেও আউট হয়ে গিয়েছিলেন। মঙ্গলবার কাউন্টি একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে সেই একই অবস্থা। পুল মারতে গিয়ে মাত্র ৯ রানে আউট হন তিনি। আর এক ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ২৮ রানে বোল্ড হন।
শুভমন গিল চোটে কাবু। ফলে এমনিতেই জো রুটদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামার আগে ওপেনার সমস্যায় ভুগছেন কোহলী। এর মধ্যে এই প্রস্তুতি ম্যাচে তাঁর দুই ওপেনার ফের ব্যর্থ হলেন। ফলে চিন্তা বাড়বেই।
Carson x Rew, Pujara gone. 🏴
— Durham Cricket (@DurhamCricket) July 20, 2021@SussexCCC 🤝 @SomersetCCC
Live Stream ➡️ https://t.co/JeTNRWzv2g pic.twitter.com/aB1jPQLNTT
Patterson-White gets Vihari!
— Durham Cricket (@DurhamCricket) July 20, 2021
India are 107/4
Live stream ➡️ https://t.co/FfTRHD7fDr#CountyXIvIndia @TrentBridge pic.twitter.com/dNC7ERr83J
তিন নম্বরে নেমে হাল ধরার চেষ্টা করেন চেতেশ্বর পূজারা। কিন্তু তিনিও বড় রান করতে পারলেন না। কিউইদের বিরুদ্ধে গত টেস্টের দুই ইনিংসে পূজারা তাঁর নামের প্রতি সুবিচার করতে পারেননি। এ দিন ডারহামেও সেটা দেখা গেল। তিনি ২১ রানে স্টাম্প আউট হন।
ফলে ৪ অগস্ট থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজের আগে ব্যাটিং নিয়ে চিন্তায় থাকবে ভারতীয় শিবির।