Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Ravichandran Ashwin

১৪৫ রানে গুটিয়ে গিয়েও চিন্তায় ছিলেন না অশ্বিন

টেস্টে ৪০০ উইকেটের মালিক এখন রবিচন্দ্রন অশ্বিন। তবে ব্যাক্তিগত নজির নয় দলকে জেতাতে পেরে খুশি তিনি।

ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:২৩
Share: Save:

প্রথম ইনিংসে ৩ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৪। মোট ৭ টি উইকেট নিয়ে টেস্টে ৪০০ উইকেটের মালিক এখন রবিচন্দ্রন অশ্বিন। তবে ব্যাক্তিগত নজির নয় দলকে জেতাতে পেরে খুশি তিনি। ম্যাচের পর অশ্বিন বলেন, ‘‘৪০০ উইকেট পেয়ে আনন্দিত। তবে টেস্ট জেতায় আনন্দ আরও একটু বেশি। মাঠে দর্শক ফিরেছেন। তাঁরা আমাদের উৎসাহ দিয়েছেন সেটাও দারুণ কাজ করেছে আমাদের জন্য।’’

প্রথম ইনিংসে ১৪৫ রানে সব উইকেট হারাতে হলেও খুব বেশি চিন্তিত ছিল না ভারতীয় শিবির। এমনটাই দাবি করলেন অশ্বিন। তিনি বলেন, ‘‘কম রান করা নিয়ে চিন্তায় ছিলাম না আমরা। আমাদের শুধু লক্ষ্য ছিল সঠিক ভাবে বল করে যাওয়া। উইকেট থেকেও সাহায্য পাচ্ছিলাম। অস্ট্রেলিয়া সফরের শুরুতে আমি ভাবিনি সুযোগ পাব। তবে জাডেজা চোট পাওয়ায় সুযোগ আসে আমার কাছে।’’

শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও অনেক উন্নতি করেছেন অশ্বিন। এর রহস্য অবশ্য ফাঁস করলেন নিজেই। তিনি বলেন, ‘‘অস্ট্রেলিয়ায় গিয়ে আমি রবি শাস্ত্রী ও বিরাটের সঙ্গে আমার ব্যাটিং নিয়ে কথা বলি। আমার মনে হয়েছিল আমি ভাল বল করছি। কিন্তু ব্যাটিংয়ে উন্নতি দরকার। সেই কারণে আমি ফিটনেসের দিকে বেশি করে মন দিই। লকডাউনের সময় থেকেই আমি ফিটনেসের দিকে মন দিতে শুরু করি। সাজঘরে বসে খেলা দেখা খুব কঠিন। তাই দলে ফিরতে চেয়েছিলাম দ্রুত। ’’

চিপকে প্রথম টেস্ট ম্যাচ হারলেও পরপর দুই টেস্টেই ইংরেজদের ধরাশায়ী করতে পেরেছে বিরাট কোহালির ভারত। তাই দলের খেলা নিয়ে খুশি অশ্বিন। তিনি বলেন, ‘‘এই দুই ম্যাচে জয় আমাদের জন্য বিশেষ তৃপ্তিদায়ক। আমি নিজের আরও উন্নতি চাই। আর এটাই আমায় অনুপ্রাণিত করে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BCCI Virat Kohli Ravichandran Ashwin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE