ভারত বনাম ইংল্যান্ডের গোলাপি বলের টেস্টে প্রথম দিন পড়েছিল ১২টি উইকেট। দ্বিতীয় দিন ভারতের ইনিংস শেষ হয়ে যায় ১৪৫ রানে। রোহিত শর্মা ছাড়া ব্যাট হাতে কোনও ভারতীয় ব্যাটসম্যানকেই স্বচ্ছন্দ দেখায়নি। ইংল্যান্ড দলের প্রথম ইনিংস শেষ হয় ১১২ রানে। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় স্পিনারদের সামনে আত্মসমর্পণ করতে দেখা যায় জো রুটদের। ২ দলের এই ব্যাটিং ব্যর্থতার কারণ খুঁজলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়।
ডাবল ইঞ্জিন পিচ
বাংলার রঞ্জিজয়ী অধিনায়কের মতে, ‘‘পিচে পড়ার পর বল কোন দিকে ঘুরবে বলা মুশকিল। ব্যাটসম্যানদের সেই কারণে বেশ অসুবিধা হয়েছে খেলতে। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৪ ব্যাটসম্যান এলবিডব্লিউ হয়েছেন, ৩ জন বোল্ড। বল বুঝতে যে অসুবিধা হয়েছে সাহেবদের, তা বলাই যায়। ভারতের ইনিংসেও ৪ ব্যাটসম্যান এলবিডব্লিউ হয়েছে, বোল্ড হয়েছে ২ জন। ভারতীয় ব্যাটসম্যানদেরকেও ভুগতে হয়েছে এমন পিচের জন্য।’’