Advertisement
২৪ এপ্রিল ২০২৪
India vs England 2021

চেন্নাইয়ে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড

ব্যর্থ বিরাট, শুভমনের লড়াই। ম্যাচ বাঁচাতে পারল না ভারত।

জয়ের পথ ইংল্যান্ড।

জয়ের পথ ইংল্যান্ড। ছবি: টুইটার থেকে

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৪৮
Share: Save:

৫৮.১ ওভার | ভারত ১৯২/১০ | চেন্নাইয়ের মাঠে শেষ ভারতের ইনিংস। সিরিজে ১-০ এগিয়ে গেলেন জো রুটরা। কঠিন হল ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথ।

উইকেট | আউট বুমরা। আর্চারের বলে বাটলারের হাতে ক্যাচ দিলেন তিনি।

উইকেট | আউট নাদিম। ৫০তম উইকেট লিচের। নাদিমের ব্যাটে লেগে বল বাটলারের পায় লেগে ক্যাচ উঠে যায়। সেই বল ধরতে ভুল করেননি বার্নস।

উইকেট | আউট বিরাট। ভারতের আশা শেষ। স্টোকসের দুরন্ত বলে অফ স্টাম্প উড়ে গেল বিরাটের।

৫৪ ওভার | ভারত ১৭৫/৭ | লিচের ১ ওভার খেললেন নাদিম। কোনও রান নেননি, তিনি কতক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেন সেই দিকে নজর থাকবে সকলের।

৫৩ ওভার | ভারত ১৭৫/৭ | ভারতের পক্ষে ম্যাচ বাঁচানোর সম্ভবনা আরও কমল অশ্বিনের বিদায়ে। নাদিম, বুমরাদের সঙ্গে নিয়ে বিরাট কতটা লড়াই করতে পারবেন সেই বিষয় সন্দেহ দেখা দিচ্ছে সমর্থকদের মনে। ব্যাট হাতে অশ্বিনকে সঙ্গে নিয়ে যে লড়াই চালাচ্ছিলেন বিরাট, তা থামিয়ে দিলেন লিচ।

উইকেট | আউট অশ্বিন। লিচের বল কাট করতে গিয়ে বাটলারের যাতে ক্যাচ দিলেন তিনি। আরও বিপাকে ভারত।

বিরাট ৫০* | কেরিয়ারের ২৪তম অর্ধশতরান বিরাটের। চেন্নাইয়ের মাঠে তাঁর দিকেই তাকিয়ে সমর্থকরা। তাঁর ক্রিজে থাকা গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের জন্য।

৪২ ওভার | ভারত ১৫২/৬ | মধ্যাহ্নভোজের পর মাঠে নামলেন বিরাটরা। ইংল্যান্ডের হয়ে আক্রমণে অ্যান্ডারসন এবং লিচ। অর্ধশতরানের দোরগোড়ায় বিরাট, সঙ্গী অশ্বিন। ম্যাচ বাঁচাতে ভরসা এই ২ অভিজ্ঞ ক্রিকেটারই।

মধ্যাহ্নভোজ | ৩৯ ওভার | ভারত ১৪৪/৬ | প্রথম সেশনে ১০৫ রান তুলল ভারত। ৫ উইকেটও নিলেন ইংরেজ বোলাররা। অ্যান্ডারসনের আগুনে স্পেলে ৩ উইকেট এবং একটি করে উইকেট নিলেন বেস ও লিচ। শুভমন অর্ধশতরান করলেও তাঁকে আরও বড় রান করতে দিলেন না ইংরেজ পেসার অ্যান্ডারসন। ম্যাচ বাঁচাতে ভারত এখন তাকিয়ে বিরাট (৪৫ রানে অপরাজিত) এবং অশ্বিনের (২ রানে অপরাজিত) দিকে।

৩৮ ওভার | ভারত ১৪০/৬ | বেসের ১ ওভারে ১৪ রান নিলেন ২ ভারতীয় ব্যাটসম্যান। কোহালি প্রথম ৩টি বলই চারে পাঠিয়ে দেন।

৩৭ ওভার | ভারত ১২৬/৬ | আর্চারের বাউন্সার লাগে অশ্বিনের আঙুলে। মাঠেই শুশ্রূষা করা হয় তাঁর। মধ্যাহ্নভোজের আগে আর উইকেট হারাতে চাইবে না ভারত। ইংরেজ বোলারদের সামলে সেই কঠিন কাজটাই করার চেষ্টা করছেন বিরাট ও অশ্বিন।

৩৫ ওভার | ভারত ১১৮/৬ | ম্যাচ বাঁচানোর আশাও ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে ভারতের জন্য। মধ্যাহ্নভোজের আগেই ৬ উইকেট হারাল ভারত। ৩ উইকেট নিলেন অ্যান্ডারসন। তাঁর আগুনে স্পেলে ছিটকে গিয়েছে শুভমন, রাহানের উইকেট। ভারতের হয়ে ক্রিজে লড়াই করছেন অধিনায়ক বিরাট কোহালি।

উইকেট | আউট ওয়াশিংটন। ইংরেজ স্পিনার বেসের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিলেন ওয়াশিংটন। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিলে দেখা যায় বল ব্যাটে লেগেছে। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৪ উইকেট।

উইকেট | আউট পন্থ। ফের অ্যান্ডারসন। রিভার্স সুইং পাচ্ছেন ইংরেজ পেসার। জো রুটের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন পন্থ।

৩২ ওভার | ভারত ১১০/৪ | পন্থ রয়েছেন তাঁর ছন্দেই। মারার বল পেলে যে তিনি ছাড়বেন না বুঝিয়ে দিলেন লিচের বলে ৪ মেরে। ৬১০টি উইকেট অ্যান্ডারসনের ঝুলিতে।

৩০ ওভার | ভারত ১০৪/৪ | বয়স যত বাড়ছে, ততই যেন ভয়ঙ্কর হয়ে উঠছেন অ্যান্ডারসন। ১৮ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছেন তিনি, এখনও ব্যাটসম্যানদের রাতে ঘুম কেড়ে নিতে পারেন এই পেসার।

২৭ ওভার | ভারত ৯২/৪ | এক ওভারে দুটি উইকেট নিয়ে চলে গেলেন ইংরেজ পেসার। অফ স্টাম্প ছিটকে দিলেন শুভমন, রাহানের। ৪ উইকেট হারিয়ে চাপে ভারতীয় দল। ক্রিজে রয়েছেন বিরাট এবং সদ্য নামা ঋষভ পন্থ।

উইকেট | আউট রাহানে। শুভমনের মতো একই ভাবে আউট হলেন ভারতের সহ-অধিনায়ক।

উইকেট | আউট শুভমন। অ্যান্ডারসনের বলে ছিটকে গেল শুভমনের অফ স্টাম্প।

শুভমন ৫০* | তরুণ ওপেনারের ব্যাটে স্বপ্ন দেখছে ভারত।

২৫ ওভার | ভারত ৮৩/২ | বেসের বলে ছয় মারেন গিল। আক্রমণ চালিয়ে যাচ্ছেন ভারতীয় ওপেনার। একই চেষ্টায় কোহালিও।

২১ ওভার | ভারত ৬৮/২ | ক্রিজে বিরাট এবং শুভমন। পাল্টা মারের চেষ্টা করছেন তরুণ ওপেনার। ইংরেজ স্পিনারদের আত্মবিশ্বাস ভাঙার চেষ্টায় মাঠের বাইরে বল পাঠাতে চাইছেন বার বার।

উইকেট | আউট পূজারা। এইটাই চাইছিলেন না ভারতীয় সমর্থকরা। ম্যাচ বাঁচাতে সব চেয়ে বড় ভূমিকা নিতে পারতেন পূজারা। তাঁকেই ফিরতে হল লিচের বলে। পূজারার ব্যাট ছুঁয়ে স্লিপে স্টোকসের হাতে জমা পড়ল বল।

১৪ ওভার | ভারত ৪৭/১ | মারার বল যে তিনি মারবেন দিনের শুরুতেই বুঝিয়ে দিলেন শুভমন। দিনের প্রথম বলে এক রান নেন পূজারা। শুভমন লিচের ওভারের দ্বিতীয় বলটাই চারে পাঠিয়ে দেন। প্রথম ওভারে ৮ রান তোলে ভারত।

দিনের খেলা শুরু।

চেন্নাইয়ের মাঠে ব্যাট করতে নামলেন চেতেশ্বর পূজারা এবং শুভমন গিল। চিপকের পিচে পঞ্চম দিনে ক্রিজে পড়ে থাকা কতটা কঠিন তা জানে ভারতীয় দল। সেই কঠিন কাজটাই করতে হবে বিরাট কোহালিদের। রোহিত শর্মা ফিরে গিয়েছেন সোমবারই। বাকি ৯ উইকেট নিয়ে জো রুটের শততম টেস্ট স্মরণীয় করে রাখতে চাইবেন বেন স্টোকসরা। এখন দেখার সেই কাজে কতটা বাধা হয়ে দাঁড়াতে পারেন পূজারারা।

ভারতের খেলা শেষ ২ টেস্টে পঞ্চম দিন স্মরণীয় হয়ে থেকেছে। চেন্নাইয়ের ঘূর্ণি পিচে কাজটা হয়তো আরও বেশি কঠিন হয়ে উঠবে। ঘরের মাঠে খেলতে নেমে প্রথম ম্যাচেই হারতে চাইবেন না বিরাটরা। পঞ্চম দিনে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য ৩৮১ রানের। তার চেয়েও কঠিন সারা দিন ক্রিজে টিকে থাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

test cricket India vs England 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE