Advertisement
২৬ এপ্রিল ২০২৪
India vs England 2021

শেষ ওভারে অবশেষে জয়, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল ভারত

ম্যাচ গড়াল শেষ ওভার পর্যন্ত। কিন্তু শেষ রক্ষা করতে পারল না ইংল্যান্ড। আট নম্বরে স্যাম কারেন ৯৬ করলেও ৭ রানে ম্যাচ জিতে সিরিজ ঘরে এল ভারতের।

একদিনের সিরিজে জিতে নিল ভারত।

একদিনের সিরিজে জিতে নিল ভারত। ছবি: বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২১ ১৩:০৬
Share: Save:

খেলা শেষ। শেষরক্ষা করতে পারল না ইংল্যান্ড। স্যাম কারেনের অনবদ্য ইনিংস সত্ত্বেও ৭ রানে ম্যাচ জিতে সিরিজও জিতে নিল ভারত।

উইকেট। শেষ ওভারে সাফল্য। প্রথম বলেই রান আউট মার্ক উড।

ক্যাচ মিস। এ বার স্যাম কারেনের ক্যাচ ধরতে পারলেন না নটরাজন।

ক্যাচ মিস। মোক্ষম সময়ে মার্ক উডের ক্যাচ মিস করলেন শার্দূল ঠাকুর।

৪৮ ওভার। ইংল্যান্ড ৩১১/৮।

৪৬ ওভার। ইংল্যান্ড ২৮৯/৮।

৬২ রানে ব্যাট করছেন স্যাম কারেন। সহজে জেতা ম্যাচ ক্রমশ কঠিন জায়গায় চলে যাচ্ছে।

৪৩ ওভার। ইংল্যান্ড ২৭০/৮।

উইকেট। অবশেষে কাঙ্ক্ষিত উইকেট। এক হাতের অসাধারণ ক্যাচে রশিদকে ফেরালেন কোহলী। বোলার শার্দূল।

৩৫ ওভার। ইংল্যান্ড ২৩৫/৭।

ক্যাচ মিস। আবার ক্যাচ ফেললেন হার্দিক। লং-অনে অনেকটা দৌড়ে এসেছিলেন। হাতে ধরে রাখতে পারলেন না।

উইকেট। হার্দিকের দুরন্ত ক্যাচ। মইনকে ফেরালেন ভুবনেশ্বর।

২৯ ওভার। ইংল্যান্ড ১৯২/৬।

উইকেট। আবার শার্দূল, আবার উইকেট। অর্ধশতরান করেই ফিরলেন দাভিদ মালান।

২৪ ওভার। ইংল্যান্ড ১৫৬/৫।

উইকেট। জুটি ভাঙল। লিভিংস্টোনকে ফিরিয়ে দিলেন শার্দূল। দ্বিতীয় উইকেট হল তাঁর।

উইকেট। জস বাটলার ফিরলেন শার্দূল ঠাকুরের বলে। রিভি‌উ দেখে সিদ্ধান্ত নেওয়া হল।

১৪ ওভার। ইংল্যান্ড ৮৬/৩।

উইকেট। নটরাজনের বলে ফিরে গেলেন ক্রিজে জমে উঠতে থাকা স্টোকস। ৩৫ রান করে ফিরলেন তিনি।

৭ ওভার। ইংল্যান্ড ৪৩/২।

ক্যাচ মিস। স্টোকসের ক্যাচ ফেলে দিলেন হার্দিক পাণ্ড্য।

উইকেট। জনি বেয়ারস্টোকে তৃতীয় ওভারে ফেরালেন ভুবনেশ্বর। জোড়া ধাক্কা ইংল্যান্ডের।

উইকেট। প্রথম ওভারে তিনটে চার খেয়ে শেষ বলে জেসন রয়কে বোল্ড করে দিলেন ভুবনেশ্বর।

ভুবনেশ্বর কুমারের প্রথম দুটি বলে দুটি চার মারলেন জেসন রয়।

শুরু হল ইংল্যান্ডের ইনিংস।

৪৮.২ ওভার | ভারত ৩২৯/১০ | তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতের রান ৩২৯। সিরিজ জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৩৩০ রান।

উইকেট | আউট ভুবনেশ্বর। ৫ বলে ৩ রান করে আউট হলেন তিনি।

উইকেট | আউট প্রসিদ্ধ। উডের বলে বোল্ড হলেন তিনি। কোনও রান করতে পারলেন না ভারতীয় পেসার।

উইকেট | আউট ক্রুণাল। ৩৪ বলে ২৫ রান করলেন তিনি।

উইকেট | আউট শার্দূল। ২১ বলে ৩০ রান করে আউট হলেন তিনি। মার্ক উডের বলে বাটলারের হাতে ক্যাচ দিলেন শার্দূল।

৪৪ ওভার | ভারত ৩০৮/৬ | রানের গতি কমল ভারতের। চেষ্টা করছেন শার্দূল, ক্রুণাল। সাড়ে তিনশো রানের গণ্ডি পার করতে পারবে ভারত?

৪০ ওভার | ভারত ২৮৩/৬ | পন্থ এবং হার্দিকের উইকেট তুলে নিয়ে ভারতকে বড় ধাক্কা দিল ইংল্যান্ড। ক্রিজে রয়েছেন ক্রুণাল পাণ্ড্য এবং শার্দূল ঠাকুর।

উইকেট | আউট হার্দিক। ৪৪ বলে ৬৪ রান করে আউট হলেন তিনি। বেন স্টোকসের বলে বোল্ড হার্দিক।

হার্দিক ৫০* | ৩৬ বলে অর্ধ শতরান হার্দিকের। একদিনের ক্রিকেটে সপ্তম অর্ধ শতরান তাঁর।

উইকেট | আউট পন্থ। ৬২ বলে ৭৮ রান করে ফিরলেন তিনি। কারেনের বলে বাটলারের হাতে ক্যাচ দিলেন পন্থ।

৩৫ ওভার | ভারত ২৪৩/৪ | বিশাল ছক্কা হাঁকালেন পন্থ। রশিদের বলে তাঁর মাথার ওপর দিয়েই বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। এক ওভারে ১৩ রান দিলেন রশিদ।

৩৩ ওভার | ভারত ২২১/৪ | প্রতি ওভারে প্রায় ৭ রান করে নিচ্ছে ভারত। কোহলীরা ব্যর্থ হলেও পন্থদের ব্যাটে ভরসা জুগিয়ে চলেছে।

পন্থ ৫০* | একদিনের ক্রিকেটে তৃতীয় অর্ধ শতরান পন্থের। ছয় মেরে পঞ্চাশ করলেন তিনি।

৩০ ওভার | ভারত ২০৬/৪ | দুশো রানের গণ্ডি পার করল ভারত। অর্ধ শতরানের মুখে পন্থ (৪১ বলে ৪৬ রানে অপরাজিত)। মারমুখী হার্দিকও (১৮ বলে ৩৪ রানে অপরাজিত)।

২৮ ওভার | ভারত ১৯০/৪ | পন্থ, হার্দিকের জুটিতে ফের বাড়ল রানের গতি। মইন আলির এক ওভারে ২০ রান তুলল ভারত।

উইকেট | আউট রাহুল। লিভিংস্টোনের ফুলটস বলে ক্যাচ তুলে দিলেন তিনি। ১৮ বলে ৭ রান করেন তিনি।

২৩ ওভার | ভারত ১৫১/৩ | পাল্টা মার শুরু করলেন পন্থ (২৭ রানে অপরাজিত)। স্পিনারদের রিভার্স সুইপ মারলেন। ইতিমধ্যেই মারলেন একটি ছয়।

২০ ওভার | ভারত ১২৮/৩ | পর পর উইকেট হারাল ভারত। পুণেতে চাপে ভারত। ২ ওপেনার-সহ আউট কোহলী। ক্রিজে রয়েছেন লোকেশ রাহুল এবং ঋষভ পন্থ। শেষ ৫ ওভারে উঠল মাত্র ১৮ রান।

উইকেট | আউট কোহলী। মইন আলির বলে বোল্ড হলেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল উড়িয়ে দিল লেগ স্টাম্প।

উইকেট | আউট শিখর। ৫৬ বলে ৬৭ রান করে ফিরলেন তিনি। ফের উইকেট নিলেন রশিদ।

১৫ ওভার | ভারত ১১০/১ | ক্রিজে এসে প্রথম বলেই চার মারলেন কোহলী। ১০৩ রানে ভাঙল ভারতের ওপেনিং জুটি।

উইকেট | আউট রোহিত। ৩৭ বলে ৩৭ রান করে ফিরলেন তিনি। আদিল রশিদের বলে বোল্ড হলেন রোহিত।

শিখর ৫০* | একদিনের ক্রিকেটে ৩২তম অর্ধ শতরান শিখরের। ৪৪ বলে পঞ্চাশ করলেন তিনি।

১২ ওভার | ভারত ৮৪/০ | উডের এক ওভারে ১১ রান নিলেন রোহিত এবং শিখর। অর্ধ শতরানের পথে শিখর।

১০ ওভার | ভারত ৬৫/০ | পাওয়ার প্লে-তে ৬৫ রান তুলল ভারতের ওপেনিং জুটি।

৮ ওভার | ভারত ৫৩/০ | ৫০ পার করল ভারতের ওপেনিং জুটি। রোহিত এবং শিখর স্বচ্ছন্দে একের পর এক বাউন্ডারি মেরে চলেছেন ইংরেজ পেসারদের।

৫ ওভার | ভারত ৩১/০ | রোহিত, শিখর জুটিতে ওভার প্রতি ৬ রানের ওপরে তুলছে ভারত। কারেনের এক ওভারে ৩টি চার মারেন তাঁরা।

৩ ওভার | ভারত ১১/০ | ইংল্যান্ডের হয়ে বোলিং শুরু করলেন রিচি টপলে এবং স্যাম কারেন।

১ ওভার | ভারত ৫/০ | তৃতীয় ম্যাচেও টসে হেরে প্রথম ব্যাট করছে ভারত। রোহিত শর্মা এবং শিখর ধওয়ন শুরু করলেন ভারতের হয়ে।

একদিনের সিরিজের শেষ ম্যাচেও টসে হার ভারতের। টস জিতে বল করার সিদ্ধান্ত নীল ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। টম কারেনের বদলে ইংল্যান্ড দলে এলেন মার্ক উড। ভারতীয় দলে এলেন টি নটরাজন। বাদ পড়লেন কুলদীপ যাদব।

অইন মর্গ্যানকে ছাড়াই ভারতবধ করেছিলেন বেন স্টোকসরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় বোলারদের ব্যর্থতা চোখে পরে। জনি বেয়ারস্টোদের কোনও ভাবেই আটকাতে পারেননি ভুবনেশ্বর কুমাররা। তৃতীয় ম্যাচে ছবিটা কি পাল্টাবে?

সিরিজ এখন ১-১। শেষ ম্যাচে যে জিতবে সিরিজ তাঁর। এমন অবস্থায় ভারতীয় দলে এক মাত্র স্পিনার ক্রুণাল পাণ্ড্য। পুণের পিচে ঘাস থাকায় ভারতীয় দলের এমন সিদ্ধান্ত বলে জানালেন বিরাট কোহলী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE