Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Ravichandran Ashwin

বাড়ি ফিরেই ‘আক্রমণ’-এর শিকার রবিচন্দ্রন অশ্বিন

ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ৩২টি উইকেট নেন অশ্বিন। সাদা বলের ক্রিকেটে যদিও দলে নেই তিনি।

২০১৭ সালে শেষ বার ভারতের রঙিন জার্সিতে দেখা গিয়েছিল অশ্বিনকে।

২০১৭ সালে শেষ বার ভারতের রঙিন জার্সিতে দেখা গিয়েছিল অশ্বিনকে। ছবি: টুইটার থেকে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ মার্চ ২০২১ ১৫:৫৪
Share: Save:

তাঁর হাতের যাদুতে নাস্তানাবুদ হয়েছিল ইংল্যান্ড দল। ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার ছিলেন তিনি। সেই রবিচন্দ্রন অশ্বিনকে অবশেষে বাড়িতে নিজের কাছে পেয়েছে মেয়ে। এত দিন পর জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে মেয়ের কাছে। সব না পাওয়া উসুল তো করবেই সে।

শুক্রবার তেমনই দেখা গেল অশ্বিনপত্নী প্রিথির সৌজন্যে। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। তাতে দেখা যাচ্ছে অশ্বিনের কোলে তাঁর মেয়ে অয়োধ্যা। বাবার মুখের ওপর চলছে আদুরে অত্যাচার। প্রিথি লেখেন, ‘এমন আদুরে অত্যাচার থেকে আমি বিরতি পাই অশ্বিন বাড়ি থাকলে’। বোঝাই যাচ্ছে অশ্বিন বাড়ি না থাকলে প্রিথিকেই এমন অত্যাচার মেনে নিতে হয়।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ৩২টি উইকেট নেন অশ্বিন। সাদা বলের ক্রিকেটে যদিও দলে নেই তিনি। ৪৬টি টি২০-তে ৫২টি উইকেট রয়েছে ভারতীয় স্পিনারের। ২০১৭ সালে শেষ বার ভারতের রঙিন জার্সিতে দেখা গিয়েছিল অশ্বিনকে। টেস্ট দলে নিয়মিত থাকলেও সাদা বলের খেলায় বহু দিন দেখা যায়নি তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Ravichandran Ashwin India vs England 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE