শনিবার ব্যাট হাতে বিস্ফোরণ ঘটান ঈশান কিষাণ। ঝাড়খণ্ড অধিনায়ক ওপেন করতে নেমে ৯৪ বলে ১৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। মারেন ১১টি ছয় ও ১৯টি চার। ৭৪ বলে শতরান সম্পূর্ণ করেন ঈশান। এর মধ্যে আবার শেষ ২০ বলে তিনি ৭১ রান তোলেন। তবে শুধু এদিন নয়, গত বেশ কয়েকটি ঘরোয়া মরসুম ও আইপিএলে লাগাতার ভাল পারফরম্যান্স করে আসছেন বাঁহাতি। আর কাকতলীয় ভাবে এদিনই ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলে সুযোগ পেলেন এই তরুণ উইকেটরক্ষক। পাশাপাশি এই দলে অভিজ্ঞ ও বিস্ফোরক মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্য কুমার যাদবকেও সুযোগ দিয়েছেন জাতীয় নির্বাচকরা। বাদ যাননি আর এক বাঁহাতি ব্যাটসম্যান রাহুল তেওয়াটিয়া, যিনি গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ঝড় তুলেছিলেন।