Advertisement
২৬ এপ্রিল ২০২৪
India vs England 2021

ধওয়ন নয়, টি-টোয়েন্টি সিরিজে দুই বিশ্বস্ত সেনার উপরেই ভরসা রাখছেন কোহলী

তিনি এটাও জানিয়ে দিয়েছেন, যদি কারওকে বিশ্রাম দেওয়া হয়, তাহলেই সুযোগ পেতে পারেন ধওয়ন।

ওপেনিং নিয়ে চিন্তামুক্ত কোহলী।

ওপেনিং নিয়ে চিন্তামুক্ত কোহলী। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ১৯:১৩
Share: Save:

শিখর ধওয়ন নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কে এল রাহুলের উপরেই ভরসা রাখতে চলেছেন বিরাট কোহলী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক সাফ জানিয়ে দিলেন, ওপেনিং জুটি হিসেবে রোহিত শর্মা এবং রাহুলকেই তাঁর পছন্দ।

ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে রাহুল কতটা ছন্দে রয়েছেন, এটা বারবার উঠে এসেছে কোহলীর কথায়। তিনি এটাও জানিয়ে দিয়েছেন, যদি কারওকে বিশ্রাম দেওয়া হয়, তাহলেই সুযোগ পেতে পারেন ধওয়ন। রাহুলকে বেছে নেওয়ায় উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থের জায়গাও সম্ভবত হচ্ছে না। সীমিত ওভারের ক্রিকেটে দস্তানা হাতে রাহুলের ছন্দ এখনও প্রশ্নাতীত।

বৃহস্পতিবার ওপেনিং জুটি সম্পর্কে কোহলী বলেছেন, “খুব সহজ ব্যাপার। কে এল এবং রোহিত অনেকদিন ধরেই ওপেনিংয়ে দারুণ খেলছে। তাই আগামী কালও ওরাই খেলবে। যদি রোহিত বিশ্রাম নেয় বা রাহুল চোট পায় তাহলে সিক্কি (শিখর ধওয়ন) অবশ্যই তৃতীয় ওপেনার হিসেবে দলে আসবে। তবে শুরুতে খেলবে রোহিত-রাহুলই।”

প্রসঙ্গত, গত আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন ধওয়ন। দিল্লি ক্যাপিটালসের হয়ে একাধিক শতরান করেছেন। বিজয় হজারে ট্রফিতে দিল্লির হয়েও ছন্দে দেখা গিয়েছে তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE