ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় সঙ্গে সঙ্গেই বদলে গিয়েছে আবহ। সিরিজ জয়ের স্বপ্ন দেখা বিরাট কোহলীর দলের সামনে আচমকাই আশঙ্কার মেঘ। ম্যাঞ্চেস্টারের টেস্ট কি আদৌ শুরু করা যাবে? প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই।
ভারতীয় দলের সহকারী সাপোর্ট স্টাফ যোগেশ পারমার বৃহস্পতিবার সকালে করোনা আক্রান্ত হওয়ার পরেই সে দিনের অনুশীলন বাতিল করে দেওয়া হয়। ক্রিকেটারদের নির্দেশ দেওয়া হয় যে যাঁর ঘরে থাকতে। তাঁদের উপর আর এক রাউন্ড কোভিড পরীক্ষাও হয়েছে। সেই পরীক্ষার ফল এখনও আসেনি। তবে সেখানে নেতিবাচক ফল পাওয়া গেলে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
শোনা গিয়েছে, বাকিদের কারওর ফলাফল এখনও পজিটিভ আসেনি। যোগেশকে তাই বাকিদের থেকে আলাদা করে রাখা হয়েছে। এমনিতেই ভারতের প্রধান ফিজিয়ো নীতিন পটেল করোনায় আক্রান্ত। এ বার যোগেশও আক্রান্ত হওয়ায় সম্ভবত ইংল্যান্ডের কোনও ফিজিয়োর সাহায্য নিতে হবে ভারতকে।