Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২২ অক্টোবর ২০২১ ই-পেপার

India vs England 2021: ম্যাঞ্চেস্টার টেস্ট না হওয়ার জন্য কাকে দায়ী করলেন ইংল্যান্ডের এই প্রাক্তন অধিনায়ক

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ১২ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩৫
ম্যাঞ্চেস্টার টেস্টের আগে ভারতীয় দলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে।

ম্যাঞ্চেস্টার টেস্টের আগে ভারতীয় দলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে।
—ফাইল চিত্র

ম্যাঞ্চেস্টার টেস্ট স্থগিত হওয়ার জন্য মাইকেল ভনরা যখন আইপিএল এবং ভারতীয় দলকে দুষছেন, তখন উল্টো পথ ধরলেন নাসের হুসেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইপিএল কাউকেই দোষী মানতে নারাজ।

এক সংবাদপত্রের কলমে হুসেন লেখেন, ‘শুক্রবারের ঘটনার পর যাঁদের জন্য সব চেয়ে মন খারাপ হয়েছে, তাঁরা হচ্ছেন সমর্থকরা। তাঁদের সম্মান করা উচিত। তবে ভারত এখানে খলনায়ক নয়, আসল খলনায়ক হল ক্রীড়াসূচি।’

হুসেনের মতে ম্যাঞ্চেস্টার টেস্ট স্থগিত হয়ে যাওয়ার প্রভাব পড়বে দর্শকদের মধ্যে। দুটো সেরা দলকে সিরিজের শেষ ম্যাচে দেখার আনন্দ থেকে বঞ্চিত হলেন হাজার হাজার সমর্থক। হুসেন লেখেন, ‘শুক্রবার যে ট্রেনে করে আসছিলাম তা সমর্থকে ভর্তি ছিল। মাঠের কাছে একজন সমর্থক এসে আমার সঙ্গে ছবি তুলতে চাইল। অনেক দূর থেকে এসেছিল বেচারা। সমর্থকদের কথা আমরা সবার শেষে ভাবি। আলো খারাপের জন্য তাড়াতাড়ি খেলা বন্ধ হয়ে যাওয়া আলাদা ব্যাপার। এই ঘটনা আলাদা। অবশ্যই তাঁরা টাকা ফেরত পেয়ে যাবেন। কিন্তু খেলাটা আর দেখতে পাবেন না তাঁরা।’

Advertisement

ম্যাঞ্চেস্টার টেস্ট শেষের চার দিন পরেই আইপিএল থাকার কারণেই ম্যাচ খেলা সম্ভব হয়নি বলে মনে করছেন হুসেন। তিনি লেখেন, ‘এটা সত্যিই দুঃখের। ক্রিকেট এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে খুব ঘন ঘন খেলা হয়। তার মাঝে আবার আইপিএল-এর মতো বড় প্রতিযোগিতা।’

আরও পড়ুন

Advertisement