Advertisement
E-Paper

লারাকেও টপকে গেলেন, ওয়ানডে ফরম্যাটে মোট রানে কোহালি এখন দশে

নেপিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারত অধিনায়ক করলেন ৪৫। এই ইনিংসেই ১৩তম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে দশ হাজার রান করে ফেললেন। এই তালিকায় তিনি হলেন পঞ্চম ভারতীয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৬:৫১
পঞ্চম ভারতীয় হিসেবে একদিনের ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহালি। ছবি টুইটারের সৌজন্যে।

পঞ্চম ভারতীয় হিসেবে একদিনের ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহালি। ছবি টুইটারের সৌজন্যে।

বিরাট কোহালির মুকুটের ঔজ্জ্বল্য আরও বাড়ল। একদিনের ক্রিকেটে এ বার ব্রায়ান লারাকে টপকে গেলেন তিনি। পূর্ণ করলেন দশ হাজার রানও। ৫০ ওভারের ক্রিকেটে সর্বাধিক রানসংগ্রহকারীদের তালিকায় তিনি এখন রয়েছেন দশে।

ওয়ানডে ক্রিকেটে ব্রায়ান লারার রয়েছে ১০,৪০৬ রান। যা এসেছে ২৯৯ ম্যাচের ২৮৯ ইনিংসে। ৪০.৪৮ গড়ে এই রান করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি। স্ট্রাইক রেট ৭৯.৫১। ১৯ সেঞ্চুরি ও ৬৩ হাফ-সেঞ্চুরি রয়েছে লারার। সর্বাধিক ১৬৯। সেখানে ২২০ ম্যাচের ২১২ ইনিংসে কোহালি করেছেন ১০,৪৩০ রান। গড় ৫৯.৬০। স্ট্রাইক রেট ৯২.৬৫। ৩৯ সেঞ্চুরি ও ৪৮ হাফ-সেঞ্চুরি করে ফেলেছেন এর মধ্যেই। সর্বাধিক ১৮৩।

নেপিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারত অধিনায়ক করলেন ৪৫। এই ইনিংসেই ১৩তম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে দশ হাজার রান করে ফেললেন। এই তালিকায় তিনি হলেন পঞ্চম ভারতীয়। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিংহ ধোনি এর আগে দশ হাজার রান করেছেন এই ফরম্যাটে।

আরও পড়ুন: ধওয়ন জিতিয়ে ফিরলেন, পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত​

আরও পড়ুন: ফেহলুকায়োকে ‘কালো’ বলে বর্ণবৈষম্য বিতর্কে জড়ালেন পাক অধিনায়ক সরফরাজ​

বুধবার ভারতের ইনিংসের ১৬তম ওভারে বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনারকে বাউন্ডারি মেরে লারাকে টপকে গেলেন তিনি। এখন একদিনের ক্রিকেটে সর্বাধিক রানসংগ্রহকারীর তালিকায় দশে রয়েছেন কোহালি। তাঁর সামনে আছেন সচিন তেন্ডুলকর (৪৬৩ ম্যাচে ১৮৪২৬ রান), কুমার সঙ্গাকারা (৪০৪ ম্যাচে ১৪২৩৪ রান), রিকি পন্টিং (৩৭৫ ম্যাচে ১৩৭০৪ রান), সনৎ জয়সূর্য (৪৪৫ ম্যাচে ১৩৪৩০ রান), মাহেলা জয়বর্ধনে (৪৪৮ ম্যাচে ১২৬৫০ রান), ইনজামাম-উল-হক (৩৭৮ ম্যাচে ১১৭৩৯ রান), জাক কালিস (৩২৮ ম্যাচে ১১৫৭৯ রান), সৌরভ গঙ্গোপাধ্যায় (৩১১ ম্যাচে ১১৩৬৩ রান), রাহুল দ্রাবিড় (৩৪৪ ম্যাচে ১০৮৮৯ রান)।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

Cricket Cricketer Virat Kohli Brian Lara India Cricket India Vs New Zealand New Zealand Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy