Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sourav Ganguly

কোহলী, রোহিতদের ছাড়াই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত, জানালেন সৌরভ

মূলত সাদা বলের ক্রিকেট খেলা সদস্যদের নিয়েই ভারতীয় দল গড়া হবে।

সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২১ ১০:১৪
Share: Save:

আগামী জুলাইয়ে শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে ভারত। তবে সেই দলে থাকবেন না বিরাট কোহলী, রোহিত শর্মার মতো প্রথম সারির ক্রিকেটাররা। দ্বিতীয় সারির দল নিয়েই শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সংবাদ সংস্থাকে বোর্ড সভাপতি বলেছেন, “সিনিয়র দলের জন্য জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা সীমিত ওভারের সিরিজের পরিকল্পনা করেছি আমরা। ওখানে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজ খেলা হবে।” কী ভাবে দল গড়া হবে? সৌরভ জানিয়েছেন, ইংল্যান্ডে ওই মুহূর্তে যাঁরা থাকবেন তাঁরা কেউই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে খেলবেন না। তাঁর কথায়, “সাদা বলের ক্রিকেটাররা শ্রীলঙ্কায় যাবে। পুরো আলাদা দল গঠন করা হবে।” জানা গিয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত।

বোর্ডের এক সূত্রের খবর, শিখর ধওয়ন, হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, যুজবেন্দ্র চহালরা ইংল্যান্ডের দলে নেই। তাঁদের মূলত সাদা বলের ক্রিকেটের জন্যেই রাখা হয়েছে। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে তাঁদের দেখা যেতে পারে। এক সূত্রের কথায়, “বোর্ড সভাপতি চান, প্রত্যেকে ম্যাচ ফিট থাকুক। যেহেতু ইংল্যান্ডে সীমিত ওভারের কোনও সিরিজ নেই, তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেললে সময়টা কাজে লাগানো যাবে।”

২২ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হয়ে যাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু ৪ অগস্ট। কিন্ত কড়া নিভৃতবাস নিয়মের জন্য দেশে ফিরতে পারবেন না কোহলী, রোহিতরা। ফলে মাঝের এই সময়টা তাঁরা নিজেদের মধ্যে ম্যাচ খেলেই কাটাবেন।

সীমিত ওভারের সিরিজে রাহুল তেওয়াটিয়া, চেতন সাকারিয়া, দেবদত্ত পাড়িক্কল, শ্রেয়স আইয়ারের মতো ব্যাটসম্যানদের দেখে নেওয়া হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE