সোনার দিন ভারতীয় শুটিংয়ে। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর ও আদ্রিয়ান কর্মকার। এশিয়ান জুনিয়র রেকর্ডও গড়েছেন বাঙালি অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের পুত্র আদ্রিয়ান। ব্যক্তিগত বিভাগের পাশাপাশি দলগত বিভাগেও সোনা জিতেছেন তিনি।
রবিবার কাজাখস্তানে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে সোনা জিতেছেন ঐশ্বর্য। অন্য দিকে আদ্রিয়ান সোনা জিতেছেন জুনিয়র থ্রি পজিশনসে। ফাইনালে ৪৬২.৫ পয়েন্ট স্কোর করেন ঐশ্বর্য। দ্বিতীয় স্থানে থাকা চিনের ওয়েনইউ ঝাও স্কোর করেন ৪৬২ পয়েন্ট। দু’জনের মধ্যে টান টান লড়াই চলছিল। শেষ পর্যন্ত নিজের মনঃসংযোগ ধরে রাখেন ঐশ্বর্য। .৫ পয়েন্ট বেশি স্কোর করেন তিনি। রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ঝাউকে। ৪৪৫.৮ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন জাপানের নাওয়া ওকাডা।
ফাইনালের বেশির ভাগ সময় এগিয়ে ছিলেন ঐশ্বর্য। প্যারিস অলিম্পিক্সে খেলা শুটার নিলিং পজিশনে ভাল স্কোর করেন। কিন্তু প্রোন পজিশনে সমস্যা হচ্ছিল তাঁর। স্ট্যান্ডিং পজিশনে আবার নিজের ছন্দ ফিরে পান ভারতীয় শুটার। শেষ পর্যন্ত সোনা জিতে রেঞ্জ ছাড়েন তিনি। ভারতের আরও দুই শুটার ছিলেন প্রতিযোগিতায়। চতুর্থ স্থানে শেষ করেন চাইন সিংহ। অখিল শেওরান পঞ্চম হন।
আরও পড়ুন:
দিনের শুরুতে দলগত ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে সোনা জেতেন ঐশ্বর্য, চাইন ও অখিল। ব্যক্তিগত ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে এটা ঐশ্বর্যের দ্বিতীয় সোনা। এর আগে ২০২৩ সালেও সোনা জিতেছিলেন তিনি। ২০২৪ সালে অখিলের কাছে হেরে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। আরও এক বার সোনা ছুঁলেন ঐশ্বর্য।
জুনিয়র থ্রি পজিশনস ইভেন্টের ফাইনালে ৪৬৩.৮ পয়েন্ট স্কোর করে সোনা জিতেছেন আদ্রিয়ান। এটা জুনিয়র এশিয়ান রেকর্ড। তবে ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে ভাল স্কোর করতে পারেননি তিনি। সেখানে ৫৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন ভারতের বেদান্ত ওয়াঘমারে। ৫৭৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেষ করে ফাইনালের যোগ্যতা অর্জন করেন আদ্রিয়ান। ফাইনালে ভাল খেলেন তিনি। নিলিং পজিশনের পর শীর্ষে ছিলেন তিনি। প্রোন পজিশনের শেষেও তিনি শীর্ষেই ছিলেন। স্ট্যান্ডিং পজিশনেও নিজের ছন্দ ধরে রাখেন বাঙালি শুটার। সোনা জেতেন তিনি। ব্রোঞ্জ জেতেন বেদান্ত। তার আগে দলগত জুনিয়র থ্রি পজিশনসে সোনা জিতেছেন আদ্রিয়ান, বেদান্ত ও রোহিত কান্যন। অর্থাৎ, একই দিনে জোড়া সোনা জিতেছেন আদ্রিয়ান।